দুর্গাপুর,৭ মেঃ গত ২ মে প্রকাশিত হয়েছিল ২০২৫-এর মাধ্যমিক ফলাফল। কিন্তু মেধা তালিকায় জায়গা হয়নি পশ্চিম বর্ধমান জেলার কোনো পড়ুয়ার। মাত্র পাঁচ দিনের মাথায় বুধবার প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবার পশ্চিম বর্ধমান জেলার মান রাখল দুর্গাপুর মহকুমার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের পানশিউলি গ্রামের মেয়ে শ্রীপর্ণা মন্ডল। পানশিউলি হাই স্কুলের বিজ্ঞানের ছাত্রী শ্রীপর্ণা ৫০০ এর মধ্যে ৪৮৮ নম্বর পেয়ে এবারের উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় জায়গা করে নিয়েছে। এবার মোট ১০ জন একই নম্বর পেয়ে দশম স্থানে রয়েছে। তাদেরই অন্যতম শ্রীপর্ণা বাংলায় ৯১, ইংরেজিতে ৯৯, ফিজিক্সে ৯৯, কেমিস্ট্রিতে ৯৩, বায়োলজিতে ৯৭ এবং গণিতে ১০০ পেয়ে রাজ্যে দশম হয়েছে। উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষায় সে মাত্র ১ নম্বরের জন্য মেধা তালিকায় জায়গা পায়নি। একাদশ স্থান ছিল তার। এবার উচ্চ মাধ্যমিকে ভালো করবে বলেই তার বিশ্বাস ছিল। তাই মেধা তালিকায় জায়গা পেয়ে সে নিজেও খুশি। ভবিষ্যতে সে একজন চিকিৎসক হতে চায়। বাবা সৌম্য মন্ডল জীবন বীমার এজেন্টের কাজ করতেন কিন্তু করোনার সময় সেই কাজ চলে যাওয়ার পর তিনি চাষবাসের পাশাপাশি গৃহ শিক্ষকতাও করেন। সৌম্যবাবু ও তার স্ত্রী অর্চনা মন্ডল জানান,তাদের মেয়ে বরাবরই পড়াশোনায় ভালো। নিয়ম করে প্রতিদিন সে প্রায় ১০ ঘণ্টা পড়াশোনা করতো। অর্চনা দেবী আরও জানিয়েছেন,সেভাবে মেয়ের কোনো বিশেষ টিউটর ছিল না। ওর বাবাই তাকে সহযোগিতা করেছে। পান শিউলি হাই স্কুলের প্রধান শিক্ষক মাধবচন্দ্র সাহা জানিয়েছেন,শ্রীপর্ণা প্রথম থেকেই মেধাবী। স্কুলে সে প্রথম হতো। মাধ্যমিকেও সে জেলায় প্রথম হয়েছিল। তাই আমরা আশা করেছিলাম উচ্চ মাধ্যমিকেও সে ভালো ফল করবে। তাই মেধা তালিকায় সে জায়গা পাওয়ায় আমরাও গর্বিত। আমরা সব সময় ওর পাশে আছি।
উচ্চ মাধ্যমিকে পশ্চিম বর্ধমান জেলার মুখ রাখল শ্রীপর্ণা
RELATED ARTICLES