Thursday, November 21, 2024
Google search engine
HomeUncategorizedবোলপুরে অবৈধ নির্মাণ বন্ধ করল প্রশাসন

বোলপুরে অবৈধ নির্মাণ বন্ধ করল প্রশাসন

সংবাদদাতা,বোলপুর,২৬ জুনঃ ফের অবৈধ নির্মাণের অভিযোগ। প্রতিবাদে সাধারণ মানুষেরা একজোট হয়ে রুখেছেন সেই নির্মান কাজ। বুধবার সাতসকালে বোলপুরের বল্লভপুর অভয়ারণ্য সংলগ্ন এলাকায় প্রায় পাঁচ বিঘা জমিতে মাটি ভরাট করে অবৈধভাবে নির্মাণের কাজ চলছিল। সেই খবর পাওয়ার পরই এলাকায় পৌঁছে যায় স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানায়। নির্মাণকারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দীর্ঘক্ষণ চলে বাদানুবাদ। পরবর্তীতে সংশ্লিষ্ট ওয়ার্ডের পৌর-প্রতিনিধি ও শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনাস্থলে এসে নির্মাণ কাজ আটকে দেয়। অভিযোগ, বোলপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে চলছে অবৈধ নির্মাণ। স্থানীয় বাসিন্দা রঘুনাথ বাগদি ও সুরেশ শর্মা বলেন, ‘‘বনদপ্তরের বল্লভপুর অভয়ারণ্য সংলগ্ন মৌজায় কোনও নির্মাণের অনুমতি নেই। অথচ হঠাৎ দেখছি জেসিবি মেশিন দিয়ে প্রায় পাঁচ বিঘা জায়গা জুড়েই চলছে অবৈধ নির্মাণকার্য।’’ সাধারণের প্রতিবাদের জেরে আপাতত বন্ধ হয়েছে সেই কাজ। তবে এই অভিযোগ নতুন নয়, বোলপুর-শান্তিনিকেতনে বিভিন্ন এলাকাতে জমি মাফিয়াদের বিরুদ্ধে বেআইনিভাবে সরকারি জমি দখল করে নির্মাণের অভিযোগ উঠেছে একাধিকবার। বোলপুর পুরসভার পৌর প্রধান পর্না ঘোষ বলেন,” এ বিষয়ে আমার কাছে কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে অবশ্যই বিষয়টি খতিয়ে দেখা হবে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments