সংবাদদাতা,পাণ্ডবেশ্বর,২৭ মার্চঃ এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার সকালেই উত্তপ্ত হয়ে ওঠে পান্ডবেশ্বরের কুমারডিহি গ্রাম। এলাকায় এতোটাই উত্তেজনা ছড়ায় যে,বিভিন্ন থানা থেকে বিশাল পুলিশ বাহিনীকে ঘটনাস্থলে পাঠাতে হয়। গ্রামবাসীরা এলাকায় বিভিন্ন দোকান,বাড়ি,বাইকে ভাঙচুর চালায়। পুলিশ বাধা দিতে গেলে পাল্টা পুলিশের উপর হামলা চালায় উত্তেজিত গ্রামবাসীদের একটা অংশ। ইঁটের আঘাতে জখম হয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা সহ আরও চারজন পুলিশ কর্মী। স্থানীয় সূত্রে জানা যায়,মৃত পল্লব বাউড়ি (২২) নামে যুবকের সঙ্গে পাশের পাড়ার এক বিবাহিত মহিলার সম্পর্ক ছিল। আগের দিন রাতে পল্লব ওই মহিলার বাড়ি গিয়েছিল। কিন্তু, বিষয়টি ওই মহিলার স্বামী দেখে ফেলে এবং তাকে নাকি ঘরে আটকে রাখে। এরপর এদিন ভোরবেলা কুমারডিহি গ্রামের রুইদাস পাড়ার ওই ঘর থেকে যুবকটির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। অভিযোগ,ওই মহিলার স্বামীই এর জন্য দায়ী। পরিবারের অভিযোগ, পুলিশ কাউকে কিছু না জানিয়েই মৃতদেহটি নিয়ে চলে যায়। সেটা জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষিপ্ত এলাকাবাসী স্থানীয় দোকান,বাড়িতে ভাঙচুর শুরু করে। উত্তেজিত জনতাকে আটকাতে ঘটনাস্থলে পুলিশ হাজির হলে তাদের উপরও হামলা চলে। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে পাল্টা লাঠিচার্জ করতে হয় বলে অভিযোগ। পুলিশ কয়েকজনকে আটক করেছে। ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা বলেছেন,আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।
রণক্ষেত্র পান্ডবেশ্বরের কুমারডিহি গ্রাম,ইঁটের আঘাতে আহত ডিসি
RELATED ARTICLES