দুর্গাপুর,২৬ জুন: জাতির জনক মহাত্মা গান্ধী মাদকের নিন্দা করেছিলেন। মাদকাসক্তি দীর্ঘস্থায়ী মস্তিষ্কের রোগের দিকে পরিচালিত করে। মাদক আমাদের সমাজের সবচেয়ে বড় ক্ষতির মধ্যে একটি। এটি কেবল ব্যক্তি নয়, সমাজকেও প্রভাবিত করে। এটি যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে এবং অন্য সবকিছুর উপর অগ্রাধিকার দেয়। পরিবার, প্রিয়জন, বন্ধুবান্ধব এবং এমনকি নাগরিক বোধ। বেশিরভাগ লোক পরীক্ষা, মজা এবং কৌতূহলের জন্য ওষুধ সেবন শুরু করে যখন কেউ কেউ সহকর্মী-চাপের কাছে নতি স্বীকার করে। তখন অনেকেই ড্রাগ আসক্ত হয়ে পড়ে। তাই মানুষকে ও সমাজকে মাদকাসক্তি থেকে মুক্ত করার লক্ষ্যে প্রতি বছর ২৬ জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করা হয়। এ বছর আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপনের মূল ভাবনা মাদক সম্পর্কে তথ্য প্রচার করুন,জীবন বাঁচান। দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুরেও দিনটি উদযাপন করা হয়। কোকওভেন থানার পক্ষ থেকে এদিন মাদক বিরোধী এক পদযাত্রা বের করা হয়। পদযাত্রায় পা মেলান দুর্গাপুরের কোক ওভেন থানার অফিসার ইনচার্জ সুদীপ্ত পরামানিক, ওসি ট্রাফিক, মুচিপাড়া সতীনাথ শীল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। ছিলেন সিভিক ভলান্টিয়াররাও। পদযাত্রাটি কোক ওভেন থানা থেকে বের হয়ে দুর্গাপুর বাস স্ট্যান্ড সহ কোক ওভেন থানার বিভিন্ন এলাকা ঘুরে কোক ওভেন থানায় এসে শেষ হয়। কোক ওভেন থানার অফিসার ইনচার্জ সুদীপ্ত পরামানিক এলাকার মানুষদের মাদক সহ সব ধরনের নেশা থেকে মুক্ত থাকার আহ্বান জানান। দুর্গাপুরের আরও কয়েকটি সংস্থাও দিনটি পালন করে।
দুর্গাপুরে মাদক বিরোধী পদযাত্রা পুলিশের
RELATED ARTICLES