দুর্গাপুর,২১ জুনঃ দেশের বিভিন্ন জায়গার সঙ্গে দুর্গাপুর শহরের বিভিন্ন এলাকায় পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস। সিটি সেন্টারের নন কোম্পানি রিক্রিয়েশন ক্লাবের প্রভাতী লাফিং যোগ প্রাণায়াম কেন্দ্রের বরিষ্ঠ সদস্যারা আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এক যোগব্যায়াম প্রদর্শনীতে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ইস্পাত কারখানার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ফিজিওথেরাপি ডক্টর তপন বাদ্যকর। তিনি বলেন,ভারতীয় যোগ সেই সিন্ধু সভ্যতা থেকে উৎপত্তি হয়েছে। পতঞ্জলি ঋষি প্রথম যোগ প্রাণায়ামের উপকারিতা সম্পর্কে সবাইকে অবহিত করেন। তিনি সবাইকে সুস্থ থাকতে নিয়মিত যোগ ও প্রাণায়াম অভ্যাস করার পরামর্শ দেন। এছাডা়ও উপস্থিত ছিলেন বিশিষ্ট যোগবিদ তরুণ মুখোপাধ্যায়। এই যোগ কেন্দ্রের প্রশিক্ষক প্রণয় রায় জানান, প্রতিদিন সকালে এখানে যোগ প্রাণায়াম লাফিং ব্যায়ামের মধ্যে দিয়ে প্রতিটি সদস্যকে সুস্থ থাকার নিদান দেওয়া হয়। হাঁটু ও কোমর ব্যথা স্পন্ডেলাইসিস উচ্চ রক্তচাপ,ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা এখানে প্রতিদিন যোগ ও প্রাণায়াম করে সুস্থ আছেন। এছাড়াও দুর্গাপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ে এদিন সকালে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরণের যোগাসনে অংশ নেয়। অধ্যক্ষা দেবযানী বোস জানান, পড়াশুনার সাথে সাথে শরীর ও মন সুস্থ রাখতে যোগ ও প্রাণায়ামের কোন বিকল্প নেই। এদিন দুপুরে সিধু কানু স্টেডিয়ামে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পরিচালনায় প্রায় তিনশ জন শিশু, কিশোর,তরুণ,তরুণী,পুরুষ ও মহিলা বিভিন্ন ধরণের যোগ ব্যায়ামে অংশ নেন। একই সঙ্গে এদিন লাফিং ব্যায়ামেও সবাই অংশ নেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। বিধায়ক বলেন,তিনি নিজেও প্রতিদিন নিয়মিত যোগ ও প্রাণায়াম করেন। তার এই ব্যস্ত কর্মজীবনে যোগ প্রাণায়াম ওষুধের কাজ করে বলে তিনি জানান।

এদিন বিকালে নন্ কোম্পানী রিক্রিয়েশন ক্লাবের সান্ধ্য যোগা ক্লাবের মহিলা সদস্যারা এক যোগ প্রদর্শনীতে অংশ নেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই কিউ সিটি হাসপাতালের অর্থপেডিক বিভাগের প্রধান ডাঃ পার্থ সাহা,সাংবাদিক মুনমুন দত্ত প্রমূখ। এছাড়াও বলাকা মণিমেলার মণি ভাই বোন ও কর্মীরা আন্তর্জাতিক যোগ দিবস পালন করে।