সংবাদদাতা, দুর্গাপুর: সেইল অধিনস্ত দুর্গাপুরের মিশ্র ইস্পাত কারখানায় আই এন টি ইউ সি অনুমোদিত শ্রমিক সংগঠন অ্যালয় স্টিলস ওয়ার্কার্স ইউনিয়ন ( এ এস ডব্লিউ ইউ)-এর নতুন কমিটি গঠিত হল। রবিবার ইস্পাত নগরীর ১৯/৭ হোস্টেল অ্যাভিনিউতে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করেন রিটার্নিং অফিসার আই এন এম ডব্লিউ এফ এর সাধারণ সম্পাদক রঘুনাথ পান্ডে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য আই এন টি ইউ সির সভাপতি মোঃ কামরুজ্জামান কামার। এছাড়াও আই এন টি ইউ সির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি সুভাষ সাহা, দুর্গাপুর ইস্পাত কারখানার আই এন টি ইউ সি অনুমোদিত হিন্দুস্থান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রজত দীক্ষিত পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ছিলেন সংগঠনের সহ-সভাপতি রানা সরকার, কার্যকরী সভাপতি, পরেশ নাথ কর্মকার প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন মনিলাল সিনহা। সভায় আই এন টি ইউ সির জাতীয় সভাপতি ডঃ জি সঞ্জীব রেড্ডি কে সর্বসম্মতিক্রমে অ্যালয় স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি নির্বাচিত করা হয়েছে। ১৫ জন কার্যকরী কমিটির সদস্য সহ মোট ৩৯ জনের কমিটি গঠিত হয়েছে। মনিলাল সিনহা এ এস ডব্লিউ ইউ এর কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রদীপ দত্ত। কোষাধ্যক্ষ স্নেহাংশু সুপাকার। মিঃ কামার ইউনিয়নের সদস্যদের ধন্যবাদ জানান এবং তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের গৃহীত শ্রমিক-বিরোধী ও জনবিরোধী নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য নিজেদের প্রস্তুত রাখার আহ্বান জানান। তিনি দুর্গাপুর ও আসানসোলে বন্ধ থাকা সরকারি ইউনিটগুলি খোলার জন্য উভয় সরকারকেই বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান জানান।
দুর্গাপুর ইস্পাত কারখানার আই এন টি ইউ সি অনুমোদিত হিন্দুস্থান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রজত দীক্ষিত বলেছেন, শ্রমিক স্বার্থে আমরা এ এস ডব্লিউ ইউ এর সাথে যৌথভাবে লড়াই করব। এছাড়াও তিনি জানান, দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানায় নিয়োগের ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকারের দাবিতে আমাদের আন্দোলন চলছে এবং যে সব কর্মী পাঁচ বা তার বেশি বছর ধরে কাজ করে চলেছেন তাদের অবিলম্বে স্থায়ী করার দাবিও আমাদের আন্দোলনের মধ্যে রয়েছে।
দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানায় ইনটাকের নতুন কমিটি গঠন
RELATED ARTICLES