নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুরঃ বিগত বছরগুলির মতো এবছরও সংগঠনের সদস্য,সদস্যা ও তাদের পরিবার নিয়ে ‘মিলন মেলা’র আয়োজন করল দুর্গাপুর ইস্পাত কারখানার আইএনটিইউসি অনুমোদিত শ্রমিক সংগঠন হিন্দুস্থান স্টীল ওয়ার্কার্স ইউনিয়ন। রবিবার ইস্পাতনগরীর এজোন মেজর পার্কে আয়োজিত এই মিলন মেলায় সংগঠনের সদস্য ও তাদের পরিবার এবং আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রায় ৫০০ জন উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন উদ্যোক্তা শ্রমিক সংগঠনের যুগ্ম সম্পাদক রজত দিক্ষিত। তিনি জানান, “সারা বছর আমরা সবাই নিজেদের কর্মস্থলে ব্যস্ত থাকি। তাই,একটা দিন পরিবারের সবাইকে নিয়ে প্রতি বছর আমরা এই মিলন মেলার আয়োজন করি। সারা দিন সবাই একসঙ্গে থাকা,গল্প করার পাশাপাশি কেউ কেউ আবৃত্তি,গানও পরিবেশন করে সবাইকে আনন্দ দেয়। সঙ্গে থাকে সবার জন্য থাকে মধ্যাহ্ন ভোজনের আয়োজন”। সংগঠনের সদস্যরা জানান,এই দিনটির জন্য তারা অপেক্ষা করে থাকেন। কারন, এই দিনেই সবাই সপরিবার মিলিত হতে পারেন। সারা দিন খুবই আনন্দে কাটে তাদের। উল্লেখ্য,এই মিলন মেলায় আমন্ত্রিত সাংবাদিকদের সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া ও উপহার সহ সংবর্ধনা জানানো হয়।

