সংবাদদাতা,দুর্গাপুর: ফের একবার বিভিন্ন দাবির সমর্থনে দুর্গাপুর ইস্পাত কারখানায় বিক্ষোভ সমাবেশ করল কারখানার আইএনটিইউসি অনুমোদিত হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়ন। দাবিগুলির মধ্যে যেমন কিছু স্থানীয় ইস্যু রয়েছে তেমনই রয়েছে জাতীয় স্তরে এনজেসিএস এর বকেয়া মিটিয়ে দেওয়া, ৩৯ মাসের বকেয়া এরিয়ার মিটিয়ে দেওয়ার দাবিও। হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়ন এর সাধারণ সম্পাদক (আহ্বায়ক) রজত দীক্ষিত বলেন, এনজেসিএস এর বকেয়া মিটিয়ে দেওয়া, ৩৯ মাসের বকেয়া এরিয়ার মিটিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে আমরা দীর্ঘকাল ধরে আন্দোলন করে আসছি কিন্তু এ নিয়ে সেইল কর্তৃপক্ষ উদাসীনতা দেখিয়ে চলেছে। তাই এই দাবিতে আমাদের আন্দোলন চলবে। এছাড়া তিনি জানান, এ বছর সন্মানজনক পূজো বোনাস দিতে হবে, টাউনশিপের রাস্তাঘাটের হাল খুবই বেহাল অবস্থা হয়ে পড়েছে, দ্রুত মেরামত করতে হবে, কারখানায় ব্রাউনফিল্ড সম্প্রসারণে ইউনিয়ন গুলোর সাথে কর্তৃপক্ষের বৈঠকে বসে সিদ্বান্ত নিতে হবে। সেই সঙ্গে তিনি লাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা গুলিকে বেসরকারিকরণের তীব্র প্রতিবাদ করেন। এই বিক্ষোভে একই সঙ্গে কারখানার বিভিন্ন বিভাগে শূন্য পদে অবিলম্বে স্থায়ী কর্মী নিয়োগ , ডিএসপি র আধুনিকীকরণ ও সম্প্রসারণ এর দাবিও তুলে ধরা হয়। সিজিএম ( ব্লাস্ট ফার্নেস) কার্য্যালয়ের সামনে বুধবার এই বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে ছিলেন ইনটাক নেতা অসীম মোশান, রাণা সরকার, রবীন গাঙ্গুলী, কৌশিক ব্যানার্জী, উৎপল দে, বরুণ দাস, মিলন সিংহ, দেবাশীষ চৌধুরী প্রমুখ।
