Saturday, February 1, 2025
Google search engine
Homeদক্ষিণবঙ্গফের ডিএসপিতে একাধিক দাবিতে বিক্ষোভ দেখালো আইএনটিইউসি

ফের ডিএসপিতে একাধিক দাবিতে বিক্ষোভ দেখালো আইএনটিইউসি

দুর্গাপুর,৩১ জানুয়ারীঃ মোট ১৩ দফা দাবিতে ডিএসপির ইডি (ওয়ার্কস) দফতরের সামনে আরও একবার বিক্ষোভে সামিল হল দুর্গাপুর ইস্পাত কারখানার আইএনটিইউসি অনুমোদিত হিন্দুস্থান স্টীল ওয়ার্কার্স ইউনিয়ন। দাবিগুলির মধ্যে রয়েছে ইস্পাত নগরীর রাস্তাঘাট সংস্কার, ঠিকা কর্মীদের বেতন বৃদ্ধি,কর্মীদের ৩৯ মাসের বকেয়া এরিয়ার মিটিয়ে দেওয়া,ডিএসপির আধুনিকীকরণের কাজে স্থানীয় বেকারদের চাকরি দেওয়া প্রভৃতি। এই বিক্ষোভ অবস্থানে নেতৃত্ব দেন হিন্দুস্থান স্টীল ওয়ার্কার্স ইউনিয়নের যুগ্ম সম্পাদক রজত দিক্ষিত। তিনি বলেন,ইস্পাত নগরীর অনেক রাস্তা দীর্ঘকাল ধরেই খারাপ অবস্থায় রয়েছে। ফলে প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা ঘটেই চলেছে। রাস্তাগুলি অবিলম্বে মেরামতি করা না হলে যে কোনো দিন বড় ধরনের পথ দুর্ঘটনা ঘটে যেতে পারে। এছাড়াও এনজিসিএসের মৌ চুক্তি হওয়া বকেয়াগুলি দিচ্ছে না কর্তৃপক্ষ। বারবার দাবি করেও ৩৯ মাসের বকেয়া এরিয়ার এখনও মিটিয়ে দিচ্ছে না সেইল কর্তৃপক্ষ। তিনি জানিয়েছেন, আমরা আগেও এই সব দাবি নিয়ে কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছি। এরপরও যদি কর্তৃপক্ষ এভাবেই উদাসীন থাকে তাহলে এবার আমরা ‘দিল্লি চলো’র ডাক দিতে বাধ্য হবো। এদিনের বিক্ষোভে অন্যদের মধ্যে ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি পরেশনাথ কর্মকার,রানা সরকার,রবীন গাঙ্গুলি,কৌশিক ব্যানার্জী,সজল মুখার্জী,শান্তনু ভট্টাচার্য প্রমূখ। বিক্ষোভ শেষে সংগঠনের একটি প্রতিনিধি দল ডিএসপির ইডি (ওয়ার্কস) ডা.কে রামাকৃষ্ণানকে ১৩ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি দেন।  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments