Tuesday, July 1, 2025
Google search engine
Homeদক্ষিণবঙ্গদুর্গাপুরেও দীঘার জগন্নাথদেবের প্রসাদ বিতরন শুরু

দুর্গাপুরেও দীঘার জগন্নাথদেবের প্রসাদ বিতরন শুরু

দুর্গাপুর,২১ জুনঃ দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি হচ্ছে গোটা রাজ্যে। সরকারের উদ্যোগে রেশনের মাধ্যমে প্রতিটি জেলার মানুষের কাছে পৌঁছে যাবে এই প্রসাদ। তথ্য ও সংস্কৃতি দফতর ও খাদ্য দফতরের যৌথ উদ্যোগে এই বণ্টন প্রক্রিয়া শুরু হয়েছে ২০ জুন থেকে। প্রসাদের প্রতিটি বাক্সে থাকছে একটি খাজা বা পেঁড়া ও একটি গজা এবং সঙ্গে থাকছে দিঘা জগন্নাথ মন্দিরের একটি ছবি। প্যাকেট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীকে। প্রতিটি প্যাকেটে খরচ ধরা হয়েছে ২০ টাকা বলে জানা গেছে। সারা রাজ্যের বিভিন্ন জায়গার সঙ্গে দুর্গাপুরেও শনিবার থেকে তিন দিনের জন্য ‘দুয়ারে রেশন’ প্রকল্পের মাধ্যমে এই প্রসাদ বিলির সূচনা করেছেন দুর্গাপুর পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়। গান্ধী মোড়ের কাছে ফরিদপুরে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে প্রসাদ বিতরন কর্মসূচীতে তার সঙ্গে ছিলেন রেশনিং অফিসার প্রশান্ত মহাপাত্র, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সায়ন্বিতা মাইতি,দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়। অনিন্দিতা মুখোপাধ্যায় জানিয়েছেন, শনি, রবি ও সোম এই তিন দিন দুর্গাপুরের ৪৩টি ওয়ার্ডে বোরো ভিত্তিক এই মহা প্রসাদ সবাইকে বিতরন করা হবে। ৭৬টি রেশন দোকানের মাধ্যমে ৩৫ হাজার মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে এই মহাপ্রসাদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments