Saturday, August 30, 2025
Google search engine
Homeদক্ষিণবঙ্গকথা ও কাহিনীর বর্ণময় রবীন্দ্র নজরুল সন্ধ্যা

কথা ও কাহিনীর বর্ণময় রবীন্দ্র নজরুল সন্ধ্যা

প্রণয় রায়,দুর্গাপুরঃ আবৃত্তি একটি সৃজনশীল শিল্প মাধ্যম। উচ্চারণ,ছন্দ ও তাল  ভঙ্গিমা,আবেগ এগুলির মাধ্যমে আবৃত্তি পরিবেশিত হয়। দুর্গাপুরে ‘কথা ও কাহিনী’ আবৃত্তি সংস্থা দীর্ঘদিন ধরে সুচারুভাবে এই কাজ করে চলেছে। এই সংস্থাটি  দুর্গাপুরের এক সুপরিচিত আবৃত্তি শিক্ষা কেন্দ্র। সৃজনী প্রেক্ষাগৃহে কথা ও কাহিনী ও ভানুচক্রের উদ্যোগে ‘হৃদয়ে রবীন্দ্রনাথ ও চেতনায় নজরুল’ এই ভাবনায় জারিত হয়ে আয়োজিত হল এক সাংস্কৃতিক সন্ধ্যা। আবৃত্তি,গান,নাচ ও একটি ভিন্ন ধর্মী নৃত্যগীতি আলেখ্যর  ডালি সাজিয়ে বৃষ্টি বিঘ্নিত সন্ধ্যায় একটি সুন্দর অনুষ্ঠান উপহার দিল কথা ও কাহিনী এবং ভানুচক্রের শিল্পীরা। প্রায় ৭০ জন শিশু,কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী আবৃত্তিকারদের সমবেত কন্ঠের আবৃত্তি  দিয়ে  অনুষ্ঠানের উদ্বোধন হয়। প্রথম কবিতা অন্তরমম বিকশিত কর অন্তরতর হে জাগ্রত কর হে,নির্মল কর উজ্জ্বল কর সুন্দর কর হে। এরপর রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া এই দুটো আবৃত্তির কোলাজ দিয়ে শুরু হয় কথা ও কাহিনীর অনুষ্ঠান। ছোট বড় আবৃত্তিকার সৃজনী প্রেক্ষাগৃহকে মুখরিত করে দর্শকদের সবার মধ্যে মুগ্ধতা ছড়িয়ে দেয়। মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলন করলেন ডাঃ শর্মিষ্ঠা দাস,সেইল এর প্রাক্তন উচ্চ পদস্থ আধিকারিক কাজল দাস,বাচিক শিল্পী বরুণ রায় সহ অন্যান্য অতিথিরা। এরপর রবীন্দ্রনাথের সহজ পাঠ থেকে খাপছাড়া বিভাগের শিশুরা কয়েকটি ছড়া পাঠ করে শোনায়। এরপর সঙ্গীতশিল্পী  চৈতী মন্ডল পরিবেশন করলেন শ্যাম কল্যাণ রাগে নজরুল গীতি – সেদিন ছিল গোধুলি লগন শুভ দৃষ্টির ক্ষণ। শিল্পীর অসাধারণ পরিবেশনায় কবি নজরুলের এই বিখ্যাত গানটি সবাইকে মুগ্ধ করে। রবীন্দ্রনাথের বর্ষার গান পরিবেশন করলেন দীনবন্ধু বালিয়াল, সুদীপ্তা জানা,শিখা পাল,পর্ণা মুখার্জি,ঋতুপর্ণা বিশ্বাস সরকার, অশেষ মিত্র,বিশ্বায়ন রায়। নজরুলগীতি পরিবেশন করলেন মধুমিতা মিত্র।  অনুষ্ঠানের প্রধান অতিথি এ ডি ডি এ এর চেয়রাম্যান কবি দত্ত বলেন, দুর্গাপুরের সাংস্কৃতিক কর্মকান্ড তাকে সব সময় মুগ্ধ করে। এখানকার নিরন্তর সাংস্কৃতিক পরিচর্চা এই শিল্পনগরীকে এক বিশেষ মর্যাদায় পৌঁছে দিয়েছে। সমবেত নজরুল  আবৃত্তি  পরিবেশন করেন হৃদয় সাঁই এবং কথা ও কাহিনীর আবৃত্তিকাররা। এদিনের বিশেষ আকর্ষণ ছিল রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে নৃত্য গীতি আলেখ্য ভুল স্বর্গ।  গল্পটি নৃত্যনাট্যের আঙ্গিকে পরিবেশিত হলো সঙ্গে গান নাচ অভিনয় মঞ্চ সজ্জা, আলো,শব্দ প্রক্ষেপণ মিউজিক প্রতিটি বিষয়ে এত নিখুঁত পরিবেশনা খুব কম দেখা যায়।   পরিবেশন করল কথা ও কাহিনী, দুর্গাপুর ও ভানুচক্রের  শিল্পীরা। নাট্যরূপ অগ্নি মিত্র ও পরিচালনায় ছিলেন হৃদয় সাঁই ও জয়িতা সাঁই। হৃদয় সাই জানালেন অনেক পরিশ্রমের এক সফল পরিবেশনা ভুল স্বর্গ। তিনি আরো জানালেন আজকের সমগ্র অনুষ্ঠানে কথা ও কাহিনীর ১৫০ জনেরও বেশি শিশু কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী আবৃত্তির শিল্পীরা  অংশ নেয়। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments