অন্ডাল,২১ নভেম্বরঃ অন্ডাল থেকে নিখোঁজ হয়ে যাওয়া এক নাবালিকাকে শেষ পর্যন্ত উত্তর প্রদেশের কানপুর থেকে উদ্ধার করে নিয়ে এলো অন্ডাল থানার পুলিশ। সেই সঙ্গে এক অপহরণকারীকেও গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, গত ৯ নভেম্বর অন্ডাল মোড় সংলগ্ন উত্তর রোড এলাকা থেকে ১৩ বছরের এক নাবালিকা নিখোঁজ হয়ে যায়। সংশ্লিষ্ট সমস্ত জায়গায় বিস্তর খোঁজাখুঁজির পরেও বালিকার কোন সন্ধান পাওয়া যায়নি। এরপর বালিকার পরিবার গত ১০ নভেম্বর অন্ডাল থানায় মেয়ের নিখোঁজ ডায়েরি করেন। তার পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ নাবালিকার ঘরের পাশেই অন্য একটি আবাসনে ভাড়া থাকতো দুইজন অপরিচিত যুবক। নাবালিকার নিখোঁজের দিন থেকে ওই যুবকরাও উধাও হয়ে যায়। অভিভাবকের সন্দেহ হয় ওই যুবকরাই তার মেয়েকে অপহরণ করে কোথাও নিয়ে গেছে। বিষয়টি পুলিশকেও জানানো হয়। এদিকে নিখোঁজ ডায়েরি করার সাত দিন পরেও নাবালিকার খোঁজ না মেলায় ১৬ নভেম্বর অন্ডাল থানাতে বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপির লোকজনেরা। তারা উধাও দুই যুবকের বাড়িতে তল্লাশি চালানোর দাবি করেন এবং সেই মতো পুলিশ তালা ভেঙে বাড়িতে তল্লাশি চালায়। বাড়ির ভিতর বেশ কিছু মদের বোতল পাওয়া যায়। তদন্ত চলাকালীন সুত্র মারফত খবর পেয়ে বালিকার সন্ধানে অন্ডাল থানার পুলিশ পাড়ি দেয় উত্তর প্রদেশের কানপুরে। বুধবার সেখান থেকে অপহৃত বালিকাকে উদ্ধার করা হয়। অপহরণ ও নাবালিকাকে আটকে রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয় আফসর শেখ নামে এক যুবককে। আরও এক যুবকের খোঁজ চলছে। এদিন অভিযুক্ত আফসরকে দুর্গাপুর মহাকুমা আদালতে পেশ করার জন্য নিয়ে যাওয়ার সময় থানায় বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। তাদের সরাতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি বেধে যায়। স্থানীয় বিজেপি নেতা রবীন্দ্রনাথ রাই বলেন, এক অভিযুক্ত ধরা পড়েছে অন্য অভিযুক্তকেও দ্রুত গ্রেফতার করতে হবে। তিনি দাবি করেন,অভিযুক্তদের বিরুদ্ধে পসকো ধারাতে মামলা করতে হবে। এদিকে,তাদের মেয়েকে ফিরে পেয়ে অন্ডাল পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নাবালিকার পরিবার।
নিখোঁজ নাবালিকাকে কানপুর থেকে উদ্ধার করে নিয়ে এল অন্ডাল থানার পুলিশ
RELATED ARTICLES