নিজস্ব সংবাদদাতা,বর্ধমান,২৮ মার্চঃ বিজেপির বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ মমতা বন্দোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করে কুকথা বলায় তাঁর বিরুদ্ধে শাসকদলের বিক্ষোভ থেকে অভিযোগ,নির্বাচন কমিশন এবং নিজের দলই শোকজ নোটিশ ধরিয়েছে। আর বিজেপির পর এবার সেই দিলীপ ঘোষকে ব্যক্তিগত আক্রমণ করে তাঁকে মানসিক ভারসাম্যহীন বললেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই বাকযুদ্ধ তুঙ্গে উঠতে শুরু করেছে। দিলীপ ঘোষের বিতর্কিত বক্তব্য নিয়ে গেরুয়া শিবিরের অস্বস্তির মাঝেই এবার কীর্তি আজাদের এই বক্তব্য নিয়ে রাজনৈতিক তরজা চরমে উঠেছে। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই প্রচারে ঝাঁজ বাড়াচ্ছে রাজনৈতিক দলগুলি। বৃহস্পতিবার সকালে বর্ধমান শহরে প্রচার করেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। বাদ্যযন্ত্র সহকারে বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে প্রচারে বের হন তিনি। প্রচারে একদিকে যেমন লক্ষ্মী ভান্ডার সহ রাজ্যের উন্নয়নমূলক বিষয়গুলো ছিল তেমনিই ছিল কেন্দ্রীয় সরকারের আবাস যোজনায় টাকা না পাওয়ার মত বিষয়গুলিও। প্রচারে বেরিয়ে মানুষের সাড়া পেয়ে আপ্লুত কীর্তি আজাদ। শহরের ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে পায়ে হেঁটে প্রচার সারেন তিনি। প্রচারের মাঝে ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ফুল ও মালা দিয়ে প্রার্থীকে স্বাগত জানায় তৃণমূল কর্মী সমর্থকরা। এমনকি স্থানীয়রা তাকে মিষ্টিও খাওয়ান। প্রচারে বেড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষকে কড়া ভাষায় আক্রমণ করেন কীর্তি। তিনি বলেন, দিলীপ ঘোষ মানসিক ভারসাম্য হারিয়েছেন,অবিলম্বে বিজেপির কোন নেতা যেন দিলীপ ঘোষকে মানষিক ডাক্তার দেখানোর ব্যবস্থা করেন। তা না হলে তিনি নিজেই বিনা পয়সায় দিলীপ ঘোষকে মানষিক ডাক্তার দেখানোর ব্যবস্থা করতে পারেন। পাশাপাশি দিলীপ ঘোষের বিজেপির শোকজ প্রসঙ্গকেও কটাক্ষ করে তিনি বলেন, ওটা মোদির গ্যারান্টির মত শোকজ। ওতে কিছু হবে না। এদিনের প্রচারে কীর্তি আজাদের সাথে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস,জেলা যুব তৃণমূল সভাপতি রাসবিহারী হালদার সহ অনেক নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন। এদিকে,দিলীপ ঘোষকে মানসিক ভারসাম্যহীন বলে আক্রমণ করার ঘটনায় বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক সুধীররঞ্জন সাউ জানিয়েছেন,এটাই তৃণমূলের কালচার। ওদের নেতা থেকে নেত্রীরা কুকথার আমদানি করেছেন। তিনি জানিয়েছেন,এব্যাপারে তাঁরা নির্বাচন কমিশনের কাছে নালিশ জানাবেন তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে।
দিলীপ ঘোষ মানসিক ভারসাম্যহীন,বিনা পয়সায় আমি চিকিৎসা করিয়ে দেবোঃকীর্তি আজাদ
RELATED ARTICLES