Tuesday, December 30, 2025
Google search engine
Homeদক্ষিণবঙ্গ‘কৃষ্ণমৃত্তিকা’র সাহিত্য সভা ও কবিতা উৎসব

‘কৃষ্ণমৃত্তিকা’র সাহিত্য সভা ও কবিতা উৎসব

সংবাদদাতা,অন্ডালঃ দুই বর্ধমান জেলা সহ বীরভূম থেকে প্রায় ১০০ জন কবি সাহিত্যিকদের উপস্থিতিতে রবিবার ইসিএলের বাঁকোলা এরিয়ার গুলমোহর ক্লাব  প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়ে গেল ‘কৃষ্ণমৃত্তিকা’ সাহিত্য পরিষদ সংস্থার উদ্যোগে সাহিত্য সভা ও কবিতা উৎসব। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও সাহিত্যিক ডা. শর্মিষ্ঠা দাস,অরুনাভ সেনগুপ্ত,এনায়েত রাবি,বাঁকোলা এরিয়ার জেনারেল ম্যানেজার সঞ্জয় কুমার সাহু,রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় প্রমূখ। এদিনের অনুষ্ঠান দুটি পর্বে আয়োজিত হয়। প্রথম পর্বে সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি কুমুদকান্তি রায়ের লেখা একটি কাব্যগ্রন্থ সহ বেশ কয়েকটি পত্রিকা প্রকাশ করা হয়। দ্বিতীয় পর্বে ছিল স্বরচিত কবিতা পাঠের আসর। এই পর্বে বিভিন্ন জায়গা থেকে আসা কবিরা তাদের কবিতা পাঠ করেন। সংগঠকদের পক্ষে সুমিত বন্দ্যোপাধ্যায় ও কুমুদকান্তি রায় জানান,কয়েক বছর আগে বেশ ধূমধাম করেই শুরু হয়েছিল আন্তর্জাতিক কবিতা উৎসব। তবে বর্তমানে সেই উৎসব বন্ধ রয়েছে। এই বছর পুনরায় সেই আন্তর্জাতিক কবিতা উৎসব আয়োজন করা হবে। তারা আরও জানান, নতুন প্রজন্মকে সাহিত্যমুখী করে তোলার উদ্দেশ্যে ধারাবাহিকভাবে ওয়ার্কসপ করার উদ্যোগও নেওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments