সাথী প্রামানিক, পুরুলিয়া, ২১ ডিসেম্বর: প্রতিবেশীকে ধারালো অস্ত্রে হত্যার দায়ে যাবজ্জীবন সাজা হল বাবা ও ছেলের। পুরুলিয়া ফাস্ট ট্র্যাক প্রথম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক শর্মিষ্ঠা ঘোষ এই সাজা ঘোষণা করেন। মেয়েদের ঝগড়াকে কেন্দ্র করে এক পরিবারের তিন সদস্যের হাতে খুন হন আরেক পরিবারের এক সদস্য। ঘটনা ২০২০ সালের ২৩ অক্টোবর, কোটশিলা থানার অন্তর্গত মাঝিডি গ্রামের। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালের ২৩ অক্টোবর সকালে মাঝিডি গ্রামের বাসিন্দা রাজেশ কুমার শৌচকর্মের জন্য স্থানীয় বড় বাঁধ নামের পুকুরে গিয়েছিলেন। সেই সময় গ্রামের আরেক পরিবারের ৩ সদস্য, বীরেন কুমার এবং তার দুই ছেলে শিবরাম কুমার ও পরমেশ্বর কুমার ফার্সা, বল্লম সহ ধারালো অস্ত্র নিয়ে রাজেশ কুমারকে মারার উদ্দেশ্যে আঘাত করে বলে অভিযোগ। গুরুতর জখম রাজেশকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে কোটশিলা হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে ঝাড়খন্ডে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৬ অক্টোবর ২০২০ সন্ধ্যায় রাজেশের মৃত্যু হয়। কোটশিলা থানায় মৃতের পিতা সহদেব কুমারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। মামলার সরকারি আইনজীবি বিশ্বরূপ পট্টনায়ক জানান, শনিবার মামলায় বীরেন কুমার এবং তার এক ছেলে শিবরাম কুমারের যাবজ্জীবন সাজা ঘোষণা করেন পুরুলিয়া জেলা আদালতের ফাস্ট ট্র্যাক প্রথম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক। এছাড়া প্রত্যেকের ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে অতিরিক্ত একমাসের সাজা ঘোষণা করেন বিচারক। এছাড়া ঘটনার সময় বীরেন কুমারের ছেলে অন্যতম অভিযুক্ত পরমেশ্বর কুমার অপ্রাপ্ত বয়স্ক থাকায় জুবেইনাইল আদালতে মামলা চলছে তার।
প্রতিবেশীকে ধারালো অস্ত্রে হত্যার দায়ে বাবা ও ছেলের যাবজ্জীবন সাজা
RELATED ARTICLES