সাথী প্রামানিক, পুরুলিয়া, ১০ মার্চ: লোকসভা নির্বাচনে পুরুলিয়ায় প্রার্থী দেবে যৌথ কুড়মি মঞ্চ। পুরুলিয়া শহরের কাছে ছড়রার পরিত্যক্ত এরোড্রাম এলাকায় তাদের শুক্রবার থেকে শুরু হয় আদিবাসী কুড়মি সমাজের তিন দিনের মহাসমাবেশ। রবিবার আজ শেষ দিন প্রকাশ্য সমাবেশে সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো তাঁদের অবস্থান স্পষ্ট করেন। তিনি সর্ব সম্মতিতে সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, ” আমরা কোনও রাজনৈতিক দলের পক্ষে নয়ই। লোকসভা নির্বাচনে পুরুলিয়া সহ এই রাজ্যের বেশ কয়েকটি আসনে প্রার্থী দেব। বাঁকুড়া, ঝাড়গ্রামে আলোচনা করে প্রার্থী দেওয়া হবে। ঝাড়খণ্ডেও প্রার্থী দেব। ওড়িশায় ভোট বয়কট করব।” এদিন জাতির উন্নয়ন নিয়েও সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি। পণ প্রথার বিরুদ্ধে তাঁরা। সমাজে তা বাস্তব রুপ পাবে বলেও জানিয়ে দেন তিনি।” এর আগে নিজেদের দাবি আদায়ে অনেকবার রেল রোকো, পথ অবরোধ করে আন্দোলনের প্রকট আকার দিয়েছিল কুড়মি সমাজ৷ ২০ সেপ্টেম্বর ফের রেল অবরোধ হবে বলে ঘোষণা করেন ‘ আদিবাসী কুড়মি সমাজে’র মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো।
তৃণমূল, বিজেপির বিরুদ্ধে প্রার্থী দেবে কুড়মিরা
RELATED ARTICLES