সাথী প্রামানিক,পুরুলিয়া,৪ মে: শনিবার দুপুরে পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের অন্তর্গত চেলিয়ামার পোড়াহিটা থেকে বিশালাকার একটি মদনটাক পাখি উদ্ধার করল বনদফতর। এদিন পাখিটিকে এলাকার বাসিন্দারা আহত অবস্থায় গ্রামের একটি পুকুরের সামনে পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে গ্রামে নিয়ে আসেন তাঁরা। বিশালাকার পাখিটি দেখতে ও তার ছবি তুলতে প্রচুর মানুষের ভিড় জমে যায় পোড়াহিটা গ্রামে। এর মধ্যেই বনদফতরে খবর জানানো হলে বনকর্মীরা ওই পাখিটিকে উদ্ধার করে রঘুনাথপুর রেঞ্জ অফিসে নিয়ে যান। রঘুনাথপুর রেঞ্জে অফিসের বীট অফিসার শ্রীমন্ত বেলথরিয়া জানান, “উদ্ধার হওয়া পাখিটি একটি বয়স্ক মদনটাক পাখি। আমাদের যা মনে হয় পাখিটি দামোদর নদ থেকে পাশের চেলিয়ামার পোড়াহিটা গ্রামে চলে এসেছিল খাবারের সন্ধানে।তারপর অত্যধিক তাপপ্রবাহের জেরে অসুস্থ হয়ে পড়েছে। আমরা পাখিটির চিকিৎসার ব্যবস্থা করছি।সুস্থ হলে তাকে ছেড়ে দেওয়া হবে।”
চেলিয়ামায় তাপপ্রবাহে অসুস্থ মদনটাক পাখি উদ্ধার
RELATED ARTICLES