দুর্গাপুর,৯ ফেব্রুয়ারীঃ এবছর মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ৬২ হাজার বাড়ল। ফলে আগামীকাল সোমবার থেকে শুরু হওয়া মাধ্যমিকে পরীক্ষা দিতে চলেছে মোট ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী। গতবছর এই সংখ্যাটি ছিল ৯ লক্ষ ২২ হাজার ৬৩৬। এবারেও মাধ্যমিকে ছাত্রীর সংখ্যা বেশি। তবে পরীক্ষার্থীদের সংখ্যা বাড়লেও এ বছর প্রধান ভেন্যুর সংখ্যা কমানো হয়েছে। যদিও সাব ভেনু বাড়ানো হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের তথ্য অনুযায়ী, এবছর মোট মাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে ৪ লক্ষ ২৮ হাজার ৬০৩ জন ছাত্র এবং ছাত্রীর সংখ্যা হল ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন। এবার মোট ২,৬৮৩টি স্কুলে মাধ্যমিকের সিট পড়েছে। এদিকে,দুর্গাপুর মহকুমা থেকে এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১২,২৩৬ জন। দুর্গাপুরেও ছাত্রীর সংখ্যা বেশী। ছাত্র ৫,৫৮৩ এবং ছাত্রী ৭,৬৫৩ জন। পর্ষদ সূত্রে জানা গেছে,পশ্চিম বর্ধমান জেলায় কোনো পরীক্ষার্থী অসুস্থ্ হয়ে পড়লে তাদের আসানসোল জেলা হাসপাতাল ও দুর্গাপুর মহকুমা হাসপাতালে পরীক্ষার দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও প্রতিটি পরীক্ষা গ্রহন কেন্দ্রে ২ জন করে স্বাস্থ্যকর্মী থাকছেন।
মাধ্যমিকে এবার দুর্গাপুরেও ছাত্রীর সংখ্যা বেশী
RELATED ARTICLES