সাথী প্রামানিক, পুরুলিয়া, ৮ ফেব্রুয়ারি: মাধ্যমিক পরীক্ষা দিতে আসার সময় পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন তিন পরীক্ষার্থী।বৃহস্পতিবার সকাল নাগাদ বলরামপুর বাঘমুন্ডি রাজ্য সড়কের কাঁশবহাল এলাকায় ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, বলরামপুরের পরীক্ষা কেন্দ্রে আসার সময় একটি বেসরকারি বাসের ধাক্কায় গুরুতর ভাবে জখম হয় ওই তিন পরীক্ষার্থী। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তড়িঘড়ি জখমদের বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য। সাথে সাথেই হাসপাতালে পৌঁছন বলরামপুর থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী এবং বলরামপুরের পাঁচটি পরীক্ষা কেন্দ্রের এক্সাম ওসি বিশ্বরূপ হালদার। চিকিৎসক ওই তিন জখম পরীক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করলে, পুলিশের সহযোগিতায় পরিবারের লোকজন তাদেরকে টাটার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরীক্ষার্থীদের নাম সমীর গোপ তার পরীক্ষার কেন্দ্র লালীমাতি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং প্রদীপ তন্তুবায় ও জয়দেব গোপ এদের পরীক্ষা কেন্দ্র বলরামপুর ফুলচাঁদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, তিনজনেরই বাড়ি, বলরামপুর থানার ডাভা গ্রামে। একটি মোটর সাইকেলে তিন জন চেপে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে পাশে চলন্ত একটি বাসের পাশে ধাক্কা খেয়ে ছিঁটকে পড়েন। তিন জনের পায়ে গভীর চোট লাগে। তাঁরা টাটার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরীক্ষা দিতে পারেন নি।
বলরামপুরে পথ দুর্ঘটনায় গুরুতর জখম তিন পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়া হল না
RELATED ARTICLES