বেবি চক্রবর্ত্তী,কলকাতা,২ অক্টোবরঃ ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের পরিচালনায় প্রতি বছর মহালয়ার দিনে মহিলাদের দ্বারা তর্পণ অনুষ্টিত হয় দক্ষিণ ২৪ পরগনা জেলার ঢোলাহাটের কালনাগিনী নদীবক্ষে কুমারপুর গুন্ডাকাটা খেয়াঘাটে। এবছরও ভোর থেকেই এই অভিনব তর্পনে আশে পাশে গ্রামের মায়েরা অংশগ্রহণ করেন। স্বামী প্রণবানন্দ মাতৃ সুরক্ষা মঞ্চের পরিকল্পনায় মায়েরা সমূহ রীতি নীতি মেনে তাদের পূর্ব পুরুষের আত্মার শান্তি কামনার সাথে সমাজের শান্তি কামনা করেন তর্পনের মাধ্যমে। তর্পণের আগে তারা ঐ গ্রামের প্রাচীন ঐতিহ্যবাহী গুন্ডাকাটার শিবকুন্ড প্রদক্ষিণ করেন। এই অনুষ্ঠান উপলক্ষে স্থানীয় প্রাক্তন শিক্ষক অজয় কুমার প্রধান স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৯ তম শুভাবির্ভাব বর্ষ উপলক্ষে ১২৯ জন মায়েদের হাতে আলতা,সিঁদুর তুলে দেন। মায়েরা মাতৃ জাগরনের জন্য অকাল বোধন সাজে দেবী শক্তির মহিমা প্রকাশ করেন। তর্পণ শেষে সবার জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয় সঙ্ঘের পক্ষ থেকে।
মহিলাদের অভিনব তর্পণে উপচে পড়া ভীড়
RELATED ARTICLES