বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ মেডিক্যালে সংরক্ষিত আসনে ভর্তির সুযোগ না পাওয়ার ঘটনায় হাইকোর্ট মামলাকারী ইতিশা সোরনের পাশে দাঁড়িয়ে সবরকম সহযোগিতার আশ্বাস দিল দিশম আদিবাসী গাঁওতা। দুর্গাপুর স্টিল টাউনশিপের বাসিন্দা ইতিশা। দিশম আদিবাসী গাঁওতার একটি প্রতিনিধি দল সোমবার স্টিল টাউনশিপে ইতিশার বাড়িতে গিয়ে তাঁর বাবার সঙ্গে দেখা করেন। ইতিশার এই লড়াইয়ে পাশে থাকার আশ্বাস দেন গাঁওতার প্রতিনিধিরা। বিষয়টি আদালতের বিচারাধীন থাকায় এই বিষয়ে কোনও মন্তব্য করতে চান নি ইতিশার বাবা সুনীল সোরেন। শুধু বলেন ” আমরা চাই সংরক্ষিত আসনে সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ যেন হয় ইতিশার।” সংরক্ষিত আসনে সরকারি মেডিক্যাল কলেজে ২০২২ ও ২০২৩ সালে পরপর দু’বার ভর্তির জন্য নির্দষ্ট নম্বর পেয়েছিলেন ইতিশা। তা সত্ত্বেও তিনি ভর্তি হতে পারেন নি। এরপর ইতিশার পরিবারের হাইকোর্ট মামলা করেন। সেই মামলায় হাইকোর্টের দুই বিচারপতির সংঘাত প্রকাশ্যে চলে আসে। সুপ্রিমকোর্ট পর্যন্ত জল গড়ায়।
মেডিক্যালে সংরক্ষিত আসনে ভর্তির লড়াইয়ে দুর্গাপুরের ইতিশার পাশে দিশম আদিবাসী গাঁওতা
RELATED ARTICLES