সংবাদদাতা,পাণ্ডবেশ্বরঃ মুসলিম ধর্মের এক বড় ও পবিত্র উৎসব হল মহরম। ইতিমধ্যে এই উৎসবের আনুসঙ্গিক ধর্মাচার শুরু করেছেন মুসলিম ধর্মের মানুষরা। আগামী ১৭ জুলাই পালিত হবে মহরম। ওই দিন মহরমের সুসজ্জিত তাজিয়া শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করবে। সেই শোভাযাত্রা ঘিরে কোথাও যাতে কোনো বিঘ্ন বা অশান্তি না ঘটে তার জন্য আগে থেকেই সতর্কতা অবলম্বন শুরু করেছে পুলিশ প্রশাসন। শনিবার মহরম কমিটিগুলিকে নিয়ে বৈঠক করল পাণ্ডবেশ্বর থানার পুলিশ। এলাকায় রয়েছে ১৭টি মহরম কমিটি। এদিন কমিটির সদস্যদের নিয়ে বৈঠকটি হয় থানা সংলগ্ন একটি বেসরকারি অনুষ্ঠান হলে। উপস্থিত ছিলেন সি আই পিন্টু মুখার্জি, ট্রাফিক গার্ডের আধিকারিক বিশ্বজিৎ কুণ্ডু সহ পাণ্ডবেশ্বর থানার আধিকারিকেরা। শোভাযাত্রার রুট,সময় সহ মহরম সংক্রান্ত বিষয় নিয়ে এদিন বৈঠকে আলোচনা হয়। প্রতিটি কমিটিকে নির্দিষ্ট নিয়ম মেনে,শান্তিপূর্ণভাবে মহরমের শোভাযাত্রা করার নির্দেশ দেওয়া হয়।