Monday, January 12, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গএমজিএনরেগা প্রকল্পের নাম পরিবর্তনের প্রতিবাদ আইএনটিইউসি-র  

এমজিএনরেগা প্রকল্পের নাম পরিবর্তনের প্রতিবাদ আইএনটিইউসি-র  

দুর্গাপুর,১১ জানুয়ারীঃ কংগ্রেস সরকারের আমলে চালু হওয়া এমজিএনরেগা (মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার নিশ্চয়তা) প্রকল্পের নাম পরিবর্তন করেছে বিজেপি সরকার। এই সিদ্ধান্তের বিরুদ্ধে কংগ্রেসের পাশাপাশি রবিবার কংগ্রেস সমর্থিত শ্রমিক সংগঠন আইএনটিইউসির পশ্চিম বর্ধমান জেলা কমিটির উদ্যোগে  প্রতিবাদ জানিয়ে প্রতীকি সত্যাগ্রহ কর্মসূচী পালন করা হল গান্ধী মোড়ের কাছে গান্ধী মূর্তির পাদদেশে। এই নাম পরিবর্তনের মাধ্যমে প্রকল্পটির মূল ভাবনা, অধিকার ও গুরুত্বকে ক্ষুণ্ণ করা হচ্ছে বলে অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন পশ্চিম বর্ধমান জেলা আইএনটিইউসি সভাপতি সুভাষ সাহা। তিনি জানান,এআইসিসির ঘোষিত কর্মসূচি অনুযায়ী এবং রাজ্য আইএন টিইউসির সভাপতি মোঃ কামরু জামান কামারের নির্দেশে এই কর্মসূচী পালন করা হয়। এখানে অন্যদের মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সম্পাদক প্রসেনজিৎ পুঁইতুন্দি, হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের জয়েন্ট কনভেনর তথা রাজ্য আইএনটিইউসির সম্পাদক রজত দীক্ষিত,কার্যকরী সভাপতি পরেশনাথ কর্মকার, অ্যালয় স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের কার্যকরী সভাপতি মণিলাল সিনহা, দুর্গাপুর পশ্চিম বিধানসভা আইএনটিইউসি সভাপতি তথা আইনজীবী রবীন চ্যাটার্জী, পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস আইনজীবী সেলের সম্পাদক দেবযানী দাস, দুর্গাপুর ইন্দিরা মেমোরিয়াল সোসাইটির সম্পাদক পাঁচুগোপাল রায়,অমিয় মন্ডল,এএসপি ঠিকা মজদুর কংগ্রেসের সহ সভাপতি স্বপন কুন্ডু,সম্পাদক অজয় বাগদী, কোষাধ্যক্ষ শিবনাথ ধীবর,সত্যব্রত রায়, ডিএমসি ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়নের সম্পাদক উজ্জ্বল রুইদাস,পরিমল রুইদাস, দুর্গাপুর সব ডিভিশনাল হসপিটাল ওয়ার্কার্স ইউনিয়নের সম্পাদক শশিকান্ত বাউড়ি,রাজা বাউরি সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments