নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ ফের আইসিডিএস কেন্দ্রের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল শিশুরা। ঘটনা বাঁকুড়ার ছাতনা ব্লকের বাঁদরডিহা আইসিডিএস কেন্দ্রের। ঘটনায় বারোজন শিশু অসুস্থতা বোধ করায় তাদের ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খাবারে টিকটিকি পড়ে যাওয়াতেই এই বিপত্তি দাবী স্থানীয় অভিভাবকদের। আর পাঁচটা দিনের মতোই এদিন সকালে বাঁকুড়ার ছাতনা ব্লকের বাঁদরডিহা আইসিডিএস কেন্দ্রে খিচুড়ি রান্না করেছিলেন আইসিডিএস কর্মীরা। রান্নার পর সেই খাবার দেওয়া শুরু হলে গ্রামের একাধিক শিশু ও প্রসুতি মা রান্না করা খাবার নিয়ে বাড়িতে যান। সেই খাবার খায় কয়েকজন শিশু ও প্রসুতি মা। পরে এক অভিভাবক শিশুর জন্য আইসিডিএস কেন্দ্রে খিচুড়ি আনতে গিয়ে খিচুড়ির পাত্রের মধ্যে টিকটিকি পড়ে থাকতে দেখেন বলে অভিযোগ। ঘটনার খবর গ্রামে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পরে শিশুরা একে একে অসুস্থতা বোধ করতে শুরু করলে তাদের দ্রুত ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় অভিভাবকদের দাবী, আইসিডিএস কেন্দ্রের যেখানে রান্না করা হয় সেই জায়গাটি যথেষ্ট অপরিষ্কার। সেজন্যেই এমন ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি ওই আইসিডিএস এর কর্মীরা। এলাকাবাসী দাবি করেছেন অবিলম্বে যেই এই কেন্দ্রের রান্নার জায়গটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।
বাঁকুড়ায় মিড ডে মিলের খাবারে টিকটিকি,অসুস্থ ১২ শিশু
RELATED ARTICLES