নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ খোয়া ও চুরি যাওয়া মোবাইল উদ্ধারের ঘটনায় আবার সাফল্য পেল বাঁকুড়া জেলা পুলিশ। আজ বাঁকুড়া পুলিশ লাইনের ড্রিলসেডে এমনই ৫৪৩টি মোবাইল ফোন তুলে দেওয়া হল মোবাইলের প্রকৃত মালিকদের হাতে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারী, অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা।চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল আবার ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন মোবাইলের মালিকরা। কিন্তু সেই সব মোবাইল আবার নিজের হাতে ফিরে পেয়ে অত্যন্ত খুশি তারা। জেলার বিভিন্ন থানায় ও জেলা পুলিশের সন্ধান অ্যাপে অভিযোগ করা গত এক বছরে প্রায় দু হাজার মোবাইল ফিরিয়ে দিয়েছে মোবাইল উপভোক্তাদের বাঁকুড়া জেলা পুলিশ। এটা জেলা পুলিশের সাফল্য বলেই দাবি পুলিশ সুপারের। বেশ কিছু চুরি যাওয়া মোবাইল উদ্ধারের ঘটনায় কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও মোবাইল উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে জানায় পুলিশ।
নিউ ইয়ার উপহার হিসেবে ৫৪৩টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ
RELATED ARTICLES