Sunday, September 7, 2025
Google search engine
Homeদক্ষিণবঙ্গরাজ্যের প্রথম মডেল আদালত ভবনের উদ্বোধন দুর্গাপুরে

রাজ্যের প্রথম মডেল আদালত ভবনের উদ্বোধন দুর্গাপুরে

সংবাদদাতা,দুর্গাপুরঃ রাজ্যের প্রথম মডেল আদালত ভবনের উদ্বোধন হল দুর্গাপুরে।  শনিবার সকালে সিটি সেন্টারে দুর্গাপুর মহকুমা আদালতের এই নতুন ভবনের উদ্বোধন করলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের আইন,বিচার ও শ্রমমন্ত্রী মলয় ঘটক,কলকাতা হাই কোর্টের বিচারপতি তথা পশ্চিম বর্ধমান জেলা জজ ড.অজয় কুমার মুখার্জী,পশ্চিম বর্ধমান জেলা ও সেশন জজ দেবপ্রসাদ নাথ সহ অন্যান্য বিচারপতি, আইনজীবী ও প্রশাসনিক আধিকারিকরা। সমস্ত ধরনের আধুনিক পরিষেবাযুক্ত এই মডেল আদালত ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৪০ কোটি টাকা। নতুন ভবনটির নকশা ও পরিকাঠামো বিশেষভাবে তৈরি করা হয়েছে আধুনিক চাহিদা মাথায় রেখে। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং সাধারণ মানুষের সুবিধার্থে সহজ যোগাযোগ পরিকাঠামো- সব মিলিয়ে আদালত ভবনটিকে একেবারে নতুন রূপ দেওয়া হয়েছে। বিচারপ্রার্থীরা যাতে দ্রুত পরিষেবা পান এবং মামলার নিষ্পত্তি আরও কার্যকর হয়, সেই দিকেই জোর দেওয়া হয়েছে। সৃজনী হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বলেন, “ন্যায় বিচার নাগরিকের মৌলিক অধিকার। এই মডেল আদালত সেই ন্যায়কে মানুষের কাছে পৌঁছে দেবে। মডেল কোর্ট ব্যবস্থা চালু হলে বিচার ব্যবস্থার ওপর চাপ অনেকটাই কমবে এবং সাধারণ মানুষ উপকৃত হবেন।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments