নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ অমৃত ভারত রেল প্রকল্পের আওতায় বাঁকুড়া স্টেশনকে মডেল স্টেশনে হিসাবে গড়ে তোলা হবে। অত্যাধুনিক মানের সেখানে যেসব সুযোগ সুবিধা থাকে ঢেলে সাজানো হবে সব কিছুই। এই প্রকল্পের মধ্য দিয়ে নয়া রূপে ফুটে উঠবে বাঁকুড়া স্টেশন, এমনটাই দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর। শুধুমাত্র বাঁকুড়া স্টেশনের জন্য ৪১ কোটি ৮৬ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে রেলের তরফ থেকে। বাঁকুড়ার বিভিন্ন শিল্পকলা ও স্থাপত্যের নিদর্শন থাকবে বাঁকুড়া স্টেশনের পরতে পরতে। আধুনিক মানের চলমান সিঁড়ি, চার চারটি লিফট, আধুনিক মানের বুকিং কাউন্টার,বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা, ঝলমলে লাইট, ঝা চকচকে স্টেশন চত্বর সেজে উঠবে এক বছরের মধ্যেই। এছাড়াও বাঁকুড়া লোকসভা কেন্দ্রের হতে চলেছে ছটি আন্ডারপাসের ক্রসিং এমনটাই প্রতিশ্রুতি কেন্দ্রীয় মন্ত্রীর। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ পূর্ব রেলের ডি আর এম সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।
অত্যাধুনিক মানের রেল স্টেশন হবে বাঁকুড়া,ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর
RELATED ARTICLES