নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ ইসিজি করার নামে ডায়গনোস্টিক সেন্টারে এক মহিলা রোগীকে শ্লীলতাহানির ঘটনার অভিযোগ জানানোর চারদিন পরেও অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় থানায় আছড়ে পড়ল বিজেপির বিক্ষোভ। গতকাল সন্ধ্যায় পুলিশের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ তুলে প্রথমে তালডাংরা বাজারে মিছিল করে বিজেপি। পরে থানায় গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করা না হলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছে বিজেপি।বাঁকুড়ার ওন্দা ব্লকের এক মহিলা বুকে ব্যাথা নিয়ে তালডাংরায় এক চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে যান। চিকিৎসক ইসিজি করানোর পরামর্শ দিলে ওই মহিলা পরে একটি স্থানীয় ডায়গনোস্টিক সেন্টারে যান। সেখানে ওই ডায়গনোস্টিক সেন্টারের মালিক ইসিজি করার নামে মহিলাকে একটি রুমে ঢুকিয়ে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। গত ৫ ফেব্রুয়ারির এই ঘটনায় ওইদিনই তালডাংরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা রোগী। এরপর চারদিন কেটে গেলেও তালডাংরা বাজারের অভিযুক্ত ব্যাক্তিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই ঘটনার প্রতিবাদেই তালডাংরা বাজারে পথে নামে বিজেপি। প্রতিবাদ মিছিল করার পাশাপাশি তালডাংরা থানায় গিয়ে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান। বিজেপি কর্মীদের দাবী,পুলিশ সক্রিয় হলে আগেই অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হত। দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করা না হলে আগামীদিনে আরো বড় আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন বিজেপির নেতা কর্মীরা।
মহিলা রোগির শ্লীলতাহানি,চারদিন পরেও অধরা অভিযুক্ত,বিক্ষোভ থানায়
RELATED ARTICLES