সার্থক কুমার দে,পাণ্ডবেশ্বরঃ মার্চ মাসের ১২ তারিখ পাণ্ডবেশ্বর থানার কেন্দ্রা পঞ্চায়েতের রামনগর গ্রাম থেকে চুরি যায় একটি মোটর বাইক। বাইকটির মালিক অয়ন সিট জানান, ঐদিন বাড়ির বাইরে বাইকটি দাঁড় করিয়ে বাড়ির ভিতরে যাই। কিছুক্ষণ পর ফিরে এসে দেখি বাইকটি নেই। ওই দিনই পাণ্ডবেশ্বর থানাতে বাইক চুরির অভিযোগ দায়ের করি। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। সূত্র মারফত খবর পেয়ে মঙ্গলবার বীরভূমের কাঁকরতলা এলাকা থেকে শেখ ইসমাইল নামে এক দুষ্কৃতিকে গ্রেপ্তার করে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করেই বাইকটির সন্ধান মিলে। পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বুধবার ধৃত শেখ ইসমাইলকে দুর্গাপুর মহাকুমা আদালতে পেশ করা হলে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানালে বিচারক পুলিশের আবেদন মঞ্জুর করেন।