Thursday, November 28, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গচলে গেলেন দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন চেয়ারম্যান বর্ষিয়ান তৃণমূল নেতা মৃগেন পাল

চলে গেলেন দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন চেয়ারম্যান বর্ষিয়ান তৃণমূল নেতা মৃগেন পাল

সনাতন গরাঁই,দুর্গাপুরঃ মাঠে নেমে সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছেন, বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, দুর্গাপুর নগর নিগমের একবারের নন, দু’বারের পুরপিতা আর চেয়ারম্যান হয়েছেন। এবার নগর নিগম পরিবারকে রেখে ওপারের পথিক হলেন বর্ষিয়ান তৃণমূল নেতা মৃগেন্দ্রনাথ পাল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর। দুর্গাপুরের বিধান নগরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজনৈতিক জগতে হাতে খড়ি হয়েছিল প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের হাত ধরে। দুর্গাপুরের মিশ্র ইস্পাত কারখানার আইএনটিইউসিতে তার আধিপত্যও ছিল। দুর্গাপুর নগর নিগমের দুবারের পুর পিতা ও নগর নিগমের চেয়ারম্যান ছিলেন তিনি। করোনা পরিস্থিতির পর থেকেই হৃদরোগে ভুগছিলেন তিনি। সঙ্গে লিভারে দুরারোগ্য ব্যাধিতেও আক্রান্ত হয়ে পড়েন। গত সপ্তাহে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিধান নগরের একটি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মৃগেন্দ্রনাথ বাবু। বৃহস্পতিবার দুপুরে ওই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় যখন কংগ্রেসে তখন থেকেই সুব্রত বাবুর অনুগামী হিসেবে মৃগেন্দ্রনাথ পালের পরিচিতি। বাঁকুড়া জেলার সন্তান হলেও দুর্গাপুর ইস্পাত নগরীর হর্ষবর্ধন রোডে দুর্গাপুর ইস্পাত কারখানার আবাসনে তিনি দীর্ঘকাল বসবাস করেন তার পরিবার নিয়ে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে মৃগেন্দ্রনাথ পালের মৃত্যুতে শোকাহত তৃণমূল কংগ্রেসের বৃহত্তর পরিবার। দুর্গাপুর সহ বেশ কিছু এলাকায় মৃগেন্দ্রনাথ পালের বহু রাজনৈতিক শিষ্য রয়েছেন। তাদের রাজনৈতিক গুরুর এই মৃত্যুতে স্বাভাবিকভাবে তারা শোকাহত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments