সার্থক কুমার দে,অন্ডালঃ ১০ সেপ্টেম্বর কলকাতার শিয়ালদা বাগুইআটিতে বসেছিল মিসেস ইন্ডিয়া ফ্যাশন প্রতিযোগিতা। বেসরকারি ফ্যাশন সংস্থা সিবায়ানা ফ্যাশন গ্রুপ আয়োজিত এই প্রতিযোগিতায় অন্য প্রতিযোগীদের পেছনে ফেলে মিসেস ইন্ডিয়া খেতাব জয়ী হন অন্ডালের পায়েল দাস। পায়েলের শ্বশুরবাড়ি অন্ডালের নর্থ বাজার কবিরাজ গলি রোডে। বাপের বাড়িও অন্ডালে। বাড়িতে স্বামী, ছেলে ও মেয়ে কে নিয়ে পায়েলের সংসার। আপাতমস্তক গৃহবধূ হলেও পায়েলের চিন্তাভাবনা অন্যদের থেকে আলাদা। রয়েছে নতুন কিছু করার ইচ্ছে। চলতি বছরের জানুয়ারি মাসে পায়েল অংশ নিয়েছিলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় ‘দিদি নম্বর ওয়ান’ অনুষ্ঠানে। অনুষ্ঠানে সেরা হয়ে পেয়েছিলেন দিদি নম্বর ওয়ান শিরোপা। এরপরে অংশ নেন কলকাতায় আয়োজিত মিসেস ইন্ডিয়া ফ্যাশন প্রতিযোগিতায়। রাজ্যের প্রায় ২০০০ প্রতিযোগী এতে অংশ নিলেও চূড়ান্ত পর্বে মনোনীত হন ১৫ জন প্রতিযোগী। তার মধ্যে অন্যতম পায়েল দাস। চলতি মাসের ১০ তারিখ কলকাতার শিয়ালদা বাবুইহাটিতে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতাটি হয়। অন্যদের পেছনে ফেলে মিসেস ইন্ডিয়া ২০২৩ খেতাব পান পায়েল। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয় চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় ছিল চারটি বিভাগ। ক্যাটওয়াক,ট্যালেন্ট রাউন্ড, ওয়েস্টার্ন রাউন্ড ও প্রশ্ন উত্তর পর্ব। প্রতিটি পর্বে পায়েল সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছেন। গৃহবধূর সাফল্যে এখন খুশি হওয়া অন্ডালে। মিসেস ইন্ডিয়া খেতাবজয়ী পায়েল দাস জানান,এই সাফল্য সম্ভব হয়েছে স্বামীসহ পরিবারের সকলের সহযোগিতায়। ফ্যাশন,মডেলিং জগতে স্থায়ীভাবে কাজ করতে চাই বলে জানান পায়েল।
মিসেস ইন্ডিয়া খেতাব জিতলেন অন্ডালের গৃহবধূ পায়েল দাস
RELATED ARTICLES