নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ বাঁকুড়ার নতুনচটিতে জোড়া খুনের ঘটনায় গ্রেফতার চার। রবিবার সন্ধ্যে বেলায় বাঁকুড়ার নতুনচটী এলাকায় জমি জায়গা নিয়ে ঝামেলায় প্রতিবেশী পিন্টু রুইদাস হামলা চালায় মথুর মোহন দত্ত পরিবারের উপর। ঘটনায় গুরুতর জখম মথুর মোহন দত্ত, স্ত্রী মল্লিকা দত্ত ও ছেলে শ্রীধর দত্ত কে বাঁকুড়া মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখানে চিকিতসারত অবস্থায় মৃত্যু হয় অবসরপ্রাপ্ত শিক্ষক মথুর মোহন দত্ত ও তার ছেলে শ্রীধর দত্ত। হাসপাতালে এখন চিকিতসাধীন মৃত মথুর মোহনের স্ত্রী মল্লিকা। ঘটনার পর থেকে এলাকা থেকে পালিয়ে যায় অভিযুক্ত পিন্টু রুইদাসের পরিবার। মঙ্গলবার বিকেলে দুর্গাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে বাঁকুড়া পুলিশ গ্রেফতার করে এই ঘটনায় মূল অভিযুক্ত পিন্টূ রুইদাস তার স্ত্রী ও তাদের দুই ছেলেকে। বাঁকুড়া পুলিশ সুপার জানান জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে এই ঘটনায়। অভিযুক্ত চার জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বুধবার বাঁকুড়া জেলা আদালতে তোলা হবে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করা হবে। এই ঘটনায় জমি সংক্রান্ত বিষয় ছাড়া অন্যকোন যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই ঘটনায় আর কারো যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
বাঁকুড়ার নতুনচটিতে জোড়া খুনে গ্রেপ্তার চার
RELATED ARTICLES