নিজস্ব প্রতিনিধি, অন্ডালঃ রবিবার উখরা রথতলা চাঁদনী বাড়ি দুর্গা মন্দিরে শেষ হলো চার দিনের গীতা পাঠ ও অহোরাত্রী অনুষ্ঠান। বৃহস্পতিবার জসমের সিং ও মহুয়া মুখার্জি সম্প্রদায়ের গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। শনিবার রাতে ও রবিবার দুপুরে ছিল লীলা কীর্তন এর অনুষ্ঠান। লীলা কীর্তন পরিবেশন করেন রূপালী দাস গোস্বামী ও পদ্মাবতী দাস। রবিবার সন্ধ্যা বেলায় চাঁদনী বাড়ি দুর্গা মন্দির থেকে বের হয় এক বর্ণাঢ্য নগর কীর্তন। এই নগরকীর্তনে স্থানীয় ভক্তদের পাশাপাশি অংশ নেই আসানসোলের ইসকন মন্দিরের একটি দল। দাসপাড়া, সুকোপাড়া, পুরনো হাটতলা হয়ে দলটি প্রদক্ষিণ করে গোটা গ্রাম।