Thursday, October 31, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গতৃণমূল প্রার্থীর সমর্থনে সভায় অসম্পূর্ণ ও ভুলভাবে জাতীয় সঙ্গীত গাওয়ার অভিযোগ

তৃণমূল প্রার্থীর সমর্থনে সভায় অসম্পূর্ণ ও ভুলভাবে জাতীয় সঙ্গীত গাওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ লোকসভা প্রার্থীকে নিয়ে যুব তৃণমূলের কর্মী সম্মেলন ছিল মেমারি শহরে। মেমারি শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শর্মিলা সরকারকে নিয়ে কর্মী সম্মেলন করা হয়। মেমারি শহরের ১৫ নম্বর ওয়ার্ডে ঝাপানতলা‌য় এই কর্মী সম্মেলনে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত সহ কাউন্সিলরবৃন্দ,পূর্ব বর্ধমান জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার, আইএনটিটিইউসি জেলা সভাপতি সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মীবৃন্দ। এই কর্মী সম্মেলন থেকে সকল নেতৃত্ব বার্তা দেন জয় নিশ্চিত করতে যেভাবে কাজ করার দরকার করতে হবে। পরাজয় এর কোন মূল্য নেই। যে ছেলে পড়াশোনা করে পরীক্ষায় ফেল করল আর একটি ছেলে খেলাধুলা করে পরীক্ষায় পাশ করল মূল্যায়নে যে পাশ করলো তাকেই ভালো ছেলে বলা হয়। এই উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, জয় নিশ্চিত করতে হবে আগের নির্বাচনের ফলাফল থেকে এগিয়ে কত ভালো ফল দিতে পারবেন সেই ব্যাপারে উদ্যোগী হন। প্রার্থী নিজে জানান, তিনি রাজনীতিতে নতুন। সুতরাং রাজনৈতিক বক্তব্য বিশেষ দিতে পারবেন না। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রার্থী করেছেন, দিদির সৈনিকরা পাশে থাকলে জয় নিশ্চিত হবে এবং তিনি চান সাধারণ মানুষের কথা দিল্লিতে পৌঁছাতে সর্বতোভাবে প্রয়াসী থাকবেন সাংসদ হিসেবে। এই সভার শেষ দিকে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। একটি ভাইরাল ফুটেজে দেখা যাচ্ছ,জাতীয় সঙ্গীত একটা পর্যায়ে এসে শেষ হয়ে যায়। দুকলি বাকি রেখে কোনোভাবে শেষ করা হয় জাতীয় সঙ্গীত। এই নিয়ে শাসকদলের কঠোর সমালোচনা করেছেন বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র।  তিনি বলেন,এইসব বয়স্ক লোকেরা ভুলভাবে জাতীয় সঙ্গীত গাইছেন।এরা কী মানুষের কাজ করবেন?এরা কি জাতীয়তাবাদী মানুষ?  এরা নির্বাচিত হয়ে কীভাবে দেশের উন্নয়ন করবেন?ভুলভাবে  জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য ব্যবস্থা নেওয়া উচিত।  রক্ষণাত্মক ভূমিকায় তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাস এবিষয়ে বলেছেন, ‘ আমি ওখানে ছিলাম না। দলে খোঁজ নিয়ে দেখতে হবে। জাতীয় সংগীত আমাদের গর্বের ব্যাপার।  তবে আজকাল বৈদ্যুতিন মাধ্যমের যুগে অনেক কিছু ভাইরাল হয়।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments