বিশেষ প্রতিনিধি,বর্ধমানঃ বুধবার পূর্ব বর্ধমানের গোদায় প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই ভার্চুয়ালি পশ্চিম বর্ধমান জেলার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারমধ্যে বেশ কিছু প্রকল্প আছে দুর্গাপুর,কাঁকসা ও অন্ডালে। এই প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো দুর্গাপুর – ফরিদপুর ব্লকে গোগলা পঞ্চায়েত একটি সুস্বাস্থ্য কেন্দ্র,গলসী ১ নম্বর ব্লকে তিনটি সেতু সহ দুর্গাপুর শহরে একাধিক রাস্তা নির্মাণ। দুর্গাপুরে ক্ষুদিরাম সরণিতে ডিয়ার পার্ক থেকে ডিভিসি মোড় পর্যন্ত বিভক্ত ক্যারেজওয়ে নির্মাণের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। এদিন দুর্গাপুরবাসীর সব থেকে বড় পাওনা নবনির্মিত মহকুমা প্রশাসনিক ভবন। ক্ষুদিরাম সরণির ধারে অবস্থিত চারতলা এই ভবনে মহকুমা প্রশাসনের সব দপ্তর স্থানান্তর করা হবে। মহকুমা প্রশাসনের এক আধিকারিক বলেন, “দ্রুত নতুন ভবনে কাজ শুরু হবে”।
দুর্গাপুরের নবনির্মিত মহকুমা প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
RELATED ARTICLES