নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ হঠাৎই আবার বিনা নোটিশে বাস বন্ধ বর্ধমানে। হয়রাণির শিকার বাসযাত্রীরা। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনই এই পরিস্থিতিতে বিপাকে পড়তে হয় নিত্য ও সাধারন যাত্রীদের। বর্ধমানের আলিশা বাসস্ট্যান্ডে এসে দেখা যায় সারি দিয়ে দাঁড়িয়ে আছে বিভিন্ন রুটের বাস। কয়েকদিন আগেও এভাবেই বাস বন্ধ হয়েছিল। এদিন সকালে বর্ধমানের বাসস্ট্যান্ডে এসে নাকাল হয়েছেন যাত্রীরা। তাদের বক্তব্য,কোনো ঘোষণা না থাকায় তারা এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বাস পাননি। বাধ্য হয়ে বেশি টাকা দিয়ে অন্য যানবাহনের ব্যবস্থা করতে হচ্ছে। বাসমালিক বাবলু শর্মা জানান, তারাও ঠিক জানেন না কেন হঠাৎই বাস বন্ধ হয়ে গেল। তারা সকালে এসেছেন। পরিষেবা দিতে চান। কিন্তু বাসের শ্রমিকরা অনড়। বাসের ড্রাইভার,কন্ডাক্টর বা খালাসি কেউ আজ কাজ করছেন না। ফলে বাসও চলছে না। দেখা গেছে বর্ধমান থেকে আরামবাগ,বাঁকুড়া,পুরুলিয়া,মেদিনীপুর, জামালপুর সহ বিভিন্ন রুটের কোনো বাসই চলছে না। রায়না,খন্ডঘোষ সহ দক্ষিণ দামোদরের সব বাস এখান থেকেই ছাড়ে। বন্ধ সেগুলিও। জানা গেছে,নতুন কেন্দ্রীয় পরিবহন আইনের বিরোধীতায় এই সিদ্ধান্ত নিয়েছেন বাসকর্মীরা। তবে,বিরক্ত নিত্যযাত্রীদের প্রশ্ন,বাসকর্মীরা অবশ্যই তাদের দাবির সমর্থনে আন্দোলন করতে পারে। সেক্ষেত্রে এভাবে কিছু না বলে হঠাৎ পরিষেবা বন্ধ করে দিয়ে যাত্রীদের বিপদে ফেলার কোনো অর্থ হয় না।
না জানিয়ে বাস বন্ধ,হয়রানীর শিকার যাত্রীরা
RELATED ARTICLES