নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ পরনে ধুতি হাতে গীতা আর কপালে তিলক পরে সময় মেনে এক্ত্বেশ্বর মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। সোমবার মনোনয়ন পর্বের প্রথম দিনেই চমক দিলেন বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খা। এদিন দলের নেতা কর্মীদের নিয়ে বাঁকুড়ার এক্তেশ্বর মন্দিরে প্রথমে পুজো দেন বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। সাথে ছিল তাঁর পরিবার।
পুজো দিয়ে বাঁকুড়ার তামলিবাঁধ থেকে বাদ্যযন্ত্র সহকারে দলের নেতা কর্মীদের নিয়ে র্যালি করে মাচানতলা আসেন। সেখান থেকে তিনি জেলাশাসকের অফিস চত্বরে আসেন মনোনয়ন পেশ করতে। তবে এদিনের মনোনয়নে সৌমিত্র খাঁ এর লুক ছিল আর পাঁচটা দিনের থেকে আলাদা। সাদা ধুতি এবং হলুদ পাঞ্জাবী গলায় গেরুয়া উত্তরীয় সাথে হাতে ছিল গীতা। এইভাবেই বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ মনোনয়ন পেশ করলেন। তিনি বলেন, এই পোশাক হল বাঙালীআনা। গীতা হাতে নিয়ে সত্যের জয় হবে বলে দাবি করেন সৌমিত্র। পাশাপাশি এদিন সৌমিত্র বলেন, তিনি জ্যোতিষে বিশ্বাসী তাই সময় মেনেই মনোনয়ন পেশ করেন তিনি।