নিজস্ব প্রতিনিধি বাঁকুড়া: রেলের আনম্যানড রেল গেট তুলে দিয়ে আন্ডারপাস তৈরীর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। সেই আন্ডারপাস তৈরী করার জন্য ইতিমধ্যেই ৪০ টি পরিবারকে উচ্ছেদের নোটিশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। নোটিশ হাতে পেতেই ক্ষোভে ফেটে পড়লেন এলাকার ওই ৪০ টি পরিবার। ঘটনা বাঁকুড়ার ভাদুল রেল পাড় বস্তির। বাঁকুড়া থেকে মশাগ্রাম যাওয়ার বাঁকুড়া দামোদর রিভার রেলপথের উপর দীর্ঘদিন ধরে রয়েছে ভাদুল রেল ক্রসিং। আনম্যানড এই লেভেল ক্রসিং দিয়ে ভাদুল, ভুতসহর, সোনাতাপল, সানবাঁধা, বালিয়াড়া সহ অসংখ্য গ্রামের মানুষ যাতায়াত করেন। সম্প্রতি ওই লেভেল ক্রসিং তুলে দিয়ে সেখানে আন্ডারপাস করার সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ। এই আন্ডারপাস তৈরীর জন্য ইতিমধ্যেই ভাদুল রেল পাড়ের বস্তির ৪০ টি পরিবারকে উচ্ছেদের নোটিশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। জানা গেছে রেল পাড়ের ওই বস্তিতে ৫০ থেকে ৬০ বছর ধরে বসবাস করে আসছেন ওই ৪০ টি পরিবার। সম্প্রতি উচ্ছেদের নোটিশ পাওয়ার পর ওই ৪০ টি পরিবার সরব হয়েছেন পুনর্বাসনের দাবীতে। পুনর্বাসনের দাবীতে রেল পাড়ের
বস্তিবাসীরা বিক্ষোভ দেখান। পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা হলে সেক্ষেত্রে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন রেল পাড়ের বস্তির ৪০ টি পরিবার।
আন্ডারপাস তৈরীর জন্য চল্লিশটি পরিবারকে উচ্ছেদের নোটিশ ধরালো রেল,বিক্ষোভ বাঁকুড়ায়
RELATED ARTICLES