সার্থক কুমার দে,অন্ডালঃ বৃদ্ধাশ্রমে হলো ভাই ফোঁটার আয়োজন। হাজির থাকলেন অতিথিরা। দেওয়া হলো উপহার। ছিল মধ্যাহ্ন ভোজন,সাংস্কৃতিক অনুষ্ঠানও। প্রতি বছরের মত এবছরও খান্দরা উদবর্তন বৃদ্ধাশ্রমে ঘটা করে হলো ভাইফোঁটা অনুষ্ঠান। গত সাত বছর ধরে ভাইফোঁটার অনুষ্ঠান করা হয় আশ্রমে বলে জানান সংস্থার সভাপতি প্রকাশ সরকার। আবাসিকরা ছাড়াও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি ও আবাসিকদের পরিবারের সদস্যরাও।আবাসিক মহিলারা পুরুষ আবাসিক ও অতিথিদের কপালে পরিয়ে দেন চন্দনের ফোঁটা। আশ্রম কর্তৃপক্ষ এদিন সবার জন্য মধ্যাহ্ন ভোজনের আয়োজন করে। মহিলা ও পুরুষ আবাসিকদের উপহার দেওয়া হয় নতুন বস্ত্র। আবাসনে বর্তমানে রয়েছেন পুরুষ ও মহিলা মিলে ২৯ জন আবাসিক। পাশাপাশি বৃদ্ধাশ্রমের তরফ থেকে আবাসনের কর্মীদেরও নতুন বস্ত্র উপহার দেওয়া হল। সন্ধ্যায় নাচ,গান সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে। আবাসিক অঞ্জলি ব্যানার্জী জানান, এই দিনটি বিশেষ আবেগের। এক সময় বাড়িতেই ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান হতো। ভাইকে ফোঁটা দিতাম। সে সব দিন এখন অতীত। তবে আশ্রম কর্তৃপক্ষ ভাই ফোটার আয়োজন করায় মনে হয় হারিয়ে যাওয়া দিনগুলি ফিরে পেলাম।
খান্দরায় বৃদ্ধাশ্রমে ভাইফোঁটার আয়োজন
RELATED ARTICLES