নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের মাধুবিতলা এলাকার বাসিন্দা পেশায় হার্ডওয়্যার ব্যবসায়ী প্রসেনজিৎ দত্ত। তার অ্যাকাউন্ট থেকে তিন দফায় মোট ২ লক্ষ ৫৪ হাজার ৬৪ টাকা উধাও হয়ে গেছে বলে অভিযোগ। গত ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে এই টাকা উধাও হয়েছে বলে জানান প্রসেনজিৎবাবু। তিনি জানান, তার ফোনে গত তিন মাস আগে তিনি হটষ্টার সাবস্ক্রাইব করেছিলেন। তিন মাস পেরিয়ে যাবার পর তার অজান্তে অ্যাকাউন্ট থেকে অটোমেটিক আবার তিন মাসের টাকা কেটে নেয় হটষ্টার সংস্থা। সেই টাকা ফেরত পাবার জন্য তিনি গুগল সার্চ করে একটি নম্বরে যোগাযোগ করেন। পরে অন্য একটি নম্বর থেকে প্রসেনজিৎ বাবুর সাথে যোগাযোগ করে নিজেকে হটষ্টার কর্মী বলে পরিচয় দেয় প্রতারক। এবং হটষ্টারের টাকা ফেরত পাবার জন্য তাকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। একটি অ্যাকাউন্টে ১ টাকা পাঠাতে বলা হয়। অ্যাপ ডাউনলোড করে একটাকা পাঠানো মাত্রই প্রসেনজিৎ বাবুর মোবাইল চলে যায় হ্যাকারদের দখলে। মোবাইলে ফোন পে-তে লিংক করা তিনটি অ্যাকাউন্ট থেকে চার দফায় মোট ২,৫৪,০৬৪ টাকা গায়েব হয়ে যায়। প্রসেনজিৎ বাবু জানাচ্ছেন, হ্যাকাররা নিজেদের কন্ট্রোলে ফোন নিয়ে নেবার পর তিনি নিজে তার ফোনে কোন কাজ করতে পারছিলেন না। প্রথম দফায় একটি অ্যাকাউন্ট থেকে ৭৭৯০৮ টাকা, দ্বিতীয় দফায় অন্য একটি অ্যাকাউন্ট থেকে আবার ৭৭৯০৮ টাকা, তৃতীয় ও চতুর্থ দফায় ৪৯১২৩ এবং ৪৯১২৩ টাকা তুলে নেয় প্রতারকরা। এরপর প্রসেনজিৎ বাবু ব্যাঙ্কে গিয়ে তার অ্যাকাউন্টগুলি লক করেন এবং কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন। বুধবার বর্ধমান সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন প্রসেনজিৎ বাবু।
অনলাইন প্রতারণার শিকার ব্যবসায়ীর একই দিনে তিনটি অ্যাকাউন্ট থেকে চার দফায় উধাও ২ লক্ষ ৫৪ হাজার ৬৪ টাকা
RELATED ARTICLES