দুর্গাপুর,২৭ ফেব্রুয়ারীঃ অবশেষে পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় তরুনীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত সাদা গাড়ির মালিক ও চালক এবং পানাগড়ের কাবাড়ি পট্টির ব্যবসায়ী বাবলু যাদবকে গ্রেফতার করেছে পুলিশ। আগেই পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। জানা গেছে,আসানসোলের নিঘা থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্ত বলেছেন,বাবলু ধরা পড়ার পর এবার বাকি তার সঙ্গীদেরও ধরা হবে। পুলিশ তাদের খোঁজ চালাচ্ছে। উল্লেখ্য, রবিবার গভীর রাতে পশ্চিম বর্ধমানের পানাগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার ও নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর হয়। গাড়িতে থাকা সুতন্দ্রার সঙ্গীদের অভিযোগ ছিল, একটি সাদা গাড়ি তাঁদের পিছু ধাওয়া করছিল। সুতন্দ্রা ছিলেন ওই গাড়ির আরোহীদের টার্গেট। অভিযোগ, যুবতীকে অশালীন ইঙ্গিত এবং উত্ত্যক্ত করার চেষ্টা করছিলেন সাদা গাড়ির কয়েক জন যুবক। এরপর গাড়ি নিয়ে পালাতে গেলে দুর্ঘটনা ঘটে ও মৃত্যু হয় তরুণীর। এই অভিযোগের ২৪ ঘন্টার মধ্যেই পুলিশ তরুণীকে কটূক্তির অভিযোগ কার্যত নস্যাৎ করে জানিয়েছিল, দুটো গাড়ির ওভারটেকের ফলেই এই ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবেই পুলিশের এই দাবি মানতে রাজি হননি মৃত তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের পরিবার। তাঁদের প্রশ্ন,গোটা বিষয় খতিয়ে না দেখে পুলিশ এত তাড়াতাড়ি রেষারেষির ঘটনা বলে দিচ্ছে কী করে? সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন, ‘ইভটিজিংই হয়েছে। মেয়ের গাড়ির চালক রেষারেষি করেন না। একদিন পরে অবশ্য তরুনীর গাড়িতে থাকা তার সঙ্গীরা তাদের বয়ান পাল্টে ফেলেছে। বলা হচ্ছে তরুনীই নাকি সাদা গাড়িকে তাড়া করতে বলেছিল চালককে। দুর্ঘটনার পর দুটি গাড়িকেই বাজেয়াপ্ত করে পুলিশ। যুবকদের গাড়ি থেকে মদের গ্লাস পাওয়া গিয়েছে। দুর্ঘটনার এলাকার রাস্তার সিসিটিভি ফুটেজে দেখা গেছে সাদা গাড়িটির পিছনে প্রচন্ড গতিতে যাচ্ছিল তরুনীর গাড়ি। এই ফুটেজ নিয়ে ধন্দ দেখা দিয়েছে। কারন তরুনীর গাড়িতে থাকা সঙ্গীরা প্রথমে অভিযোগ করেছিল সাদা গাড়িটিই তাদের পিছন থেকে তাড়া করে আসছিল। এছাড়াও দুর্ঘটনায় কেবল তরুনীর মৃত্যু হয়েছে অথচ চালকসহ বাকি সঙ্গীদের কারও সেভাবে কোনো আঘাত লাগল না,তা নিয়েও রহস্য দানা বেধেছে। ইতিমধ্যেই পানাগড়ের ঘটনায় মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়িতে থাকা তিন সহযাত্রীর গোপন জবানবন্দিও নিয়ে রেখেছে পুলিশ। বাবলু ধরা পড়ার পর সাদা গাড়ির বাকি যুবকদের খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ।
পানাগড়কাণ্ডে অবশেষে গ্রেফতার সাদা গাড়ির চালক বাবলু যাদব
RELATED ARTICLES