সংবাদদাতা, পাণ্ডবেশ্বর : পাণ্ডবেশ্বর থেকে কলকাতা পর্যন্ত শুরু হল সরকারি এসবিএসটিসি বাস পরিষেবা। শুক্রবার সকালে সবুজ পতাকা দেখিয়ে বাসটির যাত্রার সূচনা করেন এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও পাণ্ডবেশ্বর এর বিডিও বৃষ্টি হাজরা। বাসটি প্রতিদিন পাণ্ডবেশ্বরের ফুলবাগান মোড় থেকে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেবে। সকাল সাতটায় পাণ্ডবেশ্বর থেকে যাত্রা শুরু করে সরপি মোর, উখরা, অন্ডাল, দুর্গাপুর হয়ে সেটি পৌঁছাবে কলকাতা। ফেরার পথে প্রতিদিন বিকেল ৪ টের সময় কলকাতা থেকে বাসটি ছাড়বে। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, পাণ্ডবেশ্বর, উখড়া, অন্ডাল সহ সংশ্লিষ্ট এলাকার বহু মানুষ নিত্য প্রয়োজনে প্রতিদিন কলকাতা যাতায়াত করেন। কলকাতা পর্যন্ত সরাসরি বাস পরিষেবা চালু হওয়ায় বিস্তীর্ণ এলাকার মানুষের সুবিধা হবে বলে জানান তিনি।
পাণ্ডবেশ্বর থেকে কলকাতা সরকারী বাস পরিষেবার সূচনা
RELATED ARTICLES