সার্থক কুমার দে,অন্ডালঃ শেষ হলো মহিলা তৃণমূল কংগ্রেসের মাসব্যাপী পাড়া বৈঠক কর্মসূচি। বৃহস্পতিবার শেষ বৈঠকটি হয় উখরাতে। উপস্থিত ছিলেন সংগঠনের ব্লক সভানেত্রী সুজাতা বসু সরকার,জেলা সভা নেত্রী অসীমা চ্ক্রবর্তী। বৈঠকে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তৃণমূলের অন্ডাল ব্লক সভাপতি কালোবরন মন্ডল,অঞ্চল সভাপতি শরণ সাইগল,কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়,মিনা কোলে সহ অন্যরা। উল্লেখ্য,গত বছরের ২৭ ডিসেম্বর মহিলা তৃণমূল কংগ্রেসের পাড়া বৈঠক কর্মসূচির সূচনা হয়েছিল। অন্ডাল ব্লকের আটটি অঞ্চলে দুটি পর্বে এই বৈঠকগুলি হয়। প্রথম পর্বে বৈঠক হয়েছিল দক্ষিণখন্ড,মদনপুর,শ্রীরামপুর ও রামপ্রসাদপুর অঞ্চলে। দ্বিতীয় পর্বে অন্ডাল,কাজোরা,খান্দরা-তে হয় পাড়া বৈঠক। এদিন কর্মসূচির সমাপ্তি বৈঠকটি হলো উখরা-তে। সংগঠনের নেত্রী সুজাতা বসু সরকার জানান, সংগঠনের রাজ্য নেতৃত্বের নির্দেশে এই কর্মসূচি হয়। লোকসভা ভোটের আগে মহিলাদের সাথে সম্পর্ক নিবিড় করা ও মহিলাদের জন্য রাজ্য সরকারের যেসব জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে সেগুলি তাদের কাছে তুলে ধরাই এই বৈঠকের উদ্দেশ্য ছিল বলে জানান তিনি।
শেষ হলো মহিলা তৃণমূল কংগ্রেসের পাড়া বৈঠক
RELATED ARTICLES