নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ গতকাল রাতে বাম এলাকার ভাড়া বাড়ির রুম থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রশিক্ষণরত বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষের অতিরিক্ত মানসিক চাপ ও ডিউটি ম্যানেজমেন্ট ইনচার্জের খারাপ ব্যবহারের জেরে ছাত্রী আত্মহত্যা করতে বাধ্য হয়েছে বলে অভিযোগ পরিবারের।পাশাপাশি তার পিশেমশাই বলেন, কোনো বয়ফ্রেন্ড বা অন্য কেউ ছিল কী না তাও খতিয়ে দেখা হোক।তার কললিস্ট চেক করা হোক।ছাত্রীটি কাছেই একটি বাড়িতে ভাড়া থাকত।ইতিমধ্যেই বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষ ও ডিউটি ম্যানেজমেন্ট ইনচার্জের বিরুদ্ধে শক্তিগড় থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতার বাবা।কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাটি খুব দু:খজনক। মেয়েটি শান্তশিষ্ট ছিল।পুলিশ তদন্ত করছে। অভিযোগের পরিপেক্ষিতে দেহ ময়না তদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে শক্তিগড় থানার পুলিশ।
শক্তিগড়ের প্যারা মেডিকেল ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য
RELATED ARTICLES