প্রণয় রায়,দুর্গাপুর,২৪ আগস্টঃ পশ্চিম বর্ধমান ডিসট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তী বর্ষ পালিত হল সৃজনীর বিপিন দাস প্রেক্ষাগৃহে। ১৯৭৫ সালের ২৪ আগস্ট ইস্পাত নগরীতে এই সংস্থার জন্ম হয়। এই সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রথম সাধারণ সম্পাদক ছিলেন নির্মল সাহা ও প্রথম সভাপতি ছিলেন তদানীন্তন বিধায়ক দিলীপ মজুমদার। দুর্গাপুরে দেহসৌষ্ঠব ও শক্তি উত্তোলনকে জনপ্রিয় করতে এবং এই খেলার উপযুক্ত প্রশিক্ষণ দিতে এই সংস্থা দুর্গাপুর ইস্পাত,মিশ্র ইস্পাত স্টেডিয়াম,দেশবন্ধু ভবন ও নেতাজী ভবন জিমনাসিয়ামে এদের কর্মকান্ড শুরু করে। এরপর যোগ ব্যায়ামকে জনপ্রিয় করতে এই সংস্থা এগিয়ে আসে। এই সংস্থার কর্মকান্ড বিস্তৃত হতে থাকে। দুর্গাপুর ছাড়িয়ে জেলাস্তরের বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্যের স্বাক্ষর রাখে দুর্গাপুরের ছেলেমেয়েরা। বেরিয়ে আসে এশিয়ান শক্তি উত্তোলক চাম্পিয়ন গোলাম মুস্তাফা,জাতীয় বডি বিল্ডিং চাম্পিয়ন অমিত পাকড়াশি সহ প্রচুর প্রতিভাবান ছেলেমেয়ে। এরপর এই সংখ্যা বাড়তেই থাকে। দুর্গাপুর নগর নিগমের মেয়র থাকাকালীন রথীন রায়ের সহযোগিতায় ইস্পাত নগরী থেকে সিধু কানু স্টেডিয়ামে এই সংস্থার দপ্তর স্থানান্তরিত হয়। এই সংস্থা বেশ কয়েকবার ন্যাশানাল বডি বিল্ডিং,পাওয়ার লিফটিং ও যোগ ব্যায়াম চাম্পিয়নশীপের আয়োজন করে। এরপর বর্ধমান জেলা ভাগ হলে এই সংস্থার নামকরণ হয় পশ্চিম বর্ধমান ডিসট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন। এদিন সৃজনীর বিপিন দাস প্রেক্ষাগৃহে সংস্থাটির সুবর্ণজয়ন্তী বর্ষের উদ্বোধন করেন দুর্গাপুরের প্রাক্তন মহানাগরিক ও অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি রথীন রায়,দুর্গাপুরের প্রাক্তন মহানাগরিক ও সংস্থার বর্তমান সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়,সমাজসেবী সুদেব রায় সহ অন্যান্য অতিথিবৃন্দ। রথীন রায়,অপূর্ব মুখোপাধ্যায় সহ অন্যান্য বক্তারা দেহসৌষ্ঠব,শক্তি উত্তোলন ও যোগ ব্যায়ামের উন্নতিতে এই সংস্থার মহান অবদানের কথা উল্লেখ করেন। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুব্রত রায় বলেন, তিনি দীর্ঘদিন ধরে এই সংস্থার সঙ্গে জড়িত। সুবর্ণজয়ন্তী বর্ষে তাদের অঙ্গীকার আগামী প্রজম্মের ছেলেমেয়েদের সুস্বাস্থ্যের উপর নজর দেওয়া। পড়াশোনার চাপ ও মোবাইল ফোবিয়া থেকে তাদের বের করে যোগ, প্রাণায়াম ও বডি বিল্ডিং এ উৎসাহী করা। তারা এ বিষয়ে অনেক পরিকল্পনা করেছেন। প্রদীপ প্রজ্জ্বলন করে ও কেক কেটে সুবর্ণ জয়ন্তী বর্ষের জন্মদিন এর সূচনা করেন অপূর্ব মুখোপাধ্যায়,রথীন্দ্রমোহন রায়। এই অ্যাসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা কর্মকর্তা ভবেশ নাথ বিশ্বাস এই অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি তার বক্তব্যে অ্যাসোসিয়েশনের জন্মলগ্নের কথা স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে সংস্থার সঙ্গে জড়িত প্রাক্তন ও বর্তমান ক্রীড়াবিদদের সম্বর্ধনা জানানো হয়। সবশেষে বডি বিল্ডিং ও যোগ ব্যায়াম প্রদর্শনীর আয়োজন করা হয়।
সুবর্ণ জয়ন্তী বর্ষে পশ্চিম বর্ধমান ডিসট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন
RELATED ARTICLES