Monday, March 10, 2025
Google search engine
Homeখেলাপতঞ্জলি যোগ প্রশিক্ষণ কেন্দ্রের বার্ষিক অনুষ্ঠান

পতঞ্জলি যোগ প্রশিক্ষণ কেন্দ্রের বার্ষিক অনুষ্ঠান

প্রণয় রায়,দুর্গাপুরঃ শরীরকে সুস্থ রাখতে যোগ ব্যায়ামের কোন বিকল্প নেই। যোগ ব্যায়াম ও প্রাণায়াম একটি সাধনা। দুর্গাপুরের বিদ্যাপতি রোডের পতঞ্জলি  যোগ ও প্রাণায়াম প্রশিক্ষণ কেন্দ্রের বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হলো এই যোগ প্রতিষ্ঠানের নিজস্ব মঞ্চে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়গপুর পতঞ্জলি যোগ কেন্দ্রের প্রভারী চন্দ্রকান্ত রাঠোর। এছাড়া ছিলেন দুর্গাপুর ইস্পাত কারখানার ফিজিওথেরাপি বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার তপন বাদ্যকর,দন্ত চিকিৎসক তনয়া বাদ্যকর সহ অন্যান্য অতিথি। উদ্বোধনী সংগীতের পর মঙ্গলদ্বীপ জ্বালিয়ে অতিথিরা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। স্বাগত ভাষণ দেন যোগ ও প্রাণায়াম কেন্দ্রের প্রাণ পুরুষ ও প্রশিক্ষক শ্রী গুরু প্রসাদ মাইতি। প্রধান অতিথি চন্দ্রকান্ত রাঠোর  বলেন,নিয়মিত যোগ ও প্রাণায়াম অনুশীলন আমাদের সুস্থ থাকার মূলমন্ত্র। ডাঃ তনয়া বাদ্যকর  বলেন, দাঁতের সুস্থতার উপর প্রত্যেকের যত্ন নেওয়া উচিত। আমরা খাবার চিবিয়ে খাই তাই দাঁতের যত্ন না নিলে বিভিন্ন রোগের শিকার হতে হয়। তাই যোগ ও প্রাণায়ামের সঙ্গে সঙ্গে শরীরকে সুস্থ রাখতে নিয়মিত দাঁতের যত্ন নিতে হবে। এই অনুষ্ঠানে বিদ্যাপতি শিবিরের সদস্য ও সদস্যরা সংগীত ও  নৃত্যের সাথে সাথে বিভিন্ন ধরনের প্রাণায়াম ও যোগব্যায়াম প্রদর্শন করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments