সার্থক কুমার দে,অন্ডালঃ উখড়া শফিক নগরের বাসিন্দা মুন্নি বিবি (৪৫) নামে এক মহিলা দিন দশেক আগে জ্বরে আক্রান্ত হন। চিকিৎসা করান উখড়া নতুন হাটতলায় ডাক্তার রাজেশ মাজি নামে এক চিকিৎসকের কাছে। অভিযোগ চিকিৎসকের দেওয়া ওষুধ খেয়ে ওই মহিলার শরীরের বিভিন্ন অংশে র্যাস (rash) বের হয়। ওই অবস্থায় মুন্নি বিবি ফের চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক রাজেশ মাজি তাকে একটি স্টোয়েরেড জাতীয় ইনজেকশন দেন। ঐ ইনজেকশন নেওয়ার পর তার শরীরের বিভিন্ন জায়গা ঝলসে যায় বলে অভিযোগ। বিষয়টি পরিবারের লোকজন চিকিৎসককে জানালে তিনি অন্য কোন বড় হাসপাতালে রোগীকে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরিজনেরা মুন্নি বিবিকে রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কয়েকদিন চিকিৎসার পর আজ বৃহস্পতিবার ঐ হাসপাতালে মুন্নি বিবির মৃত্যু হয়। ডক্টর রাজেশ মাজির ভুল চিকিৎসার জন্যই মুন্নি বিবির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। আজ দুপুরে মুন্নি বিবির মৃতদেহ নিয়ে তার পরিবার ও এলাকার বেশ কিছু লোকজন পৌঁছায় ডঃ রাজেশ মাঝির চেম্বারে। মৃতদেহ নামিয়ে রেখে চলে বিক্ষোভ। একসময় উত্তেজনা চরমে ওঠে। চেম্বার এর ভিতর মারধর ভাঙচুরের ঘটনাও ঘটে বলে অভিযোগ। চিকিৎসকের ভুলেই স্ত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন মৃত মুন্নি বিবির স্বামী এম ডি মুস্তাক। ঘটনাস্থলে পৌঁছায় উখড়া ফাঁড়ির পুলিশ। পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। বিষয়টি নিয়ে অভিযুক্ত চিকিৎসক রাজেশ মাজি চিকিৎসায় গাফিলতির কথা অস্বীকার করেন। এদিন বিকেল পাঁচটা পর্যন্ত বিষয়টি নিয়ে কোন পক্ষই পুলিশের কাছে কোন লিখিত অভিযোগ জানায়নি বলে জানা গেছে।
রোগীর মৃত্যুতে ডাক্তারের চেম্বারে ভাঙচুর,উত্তেজনা উখড়ায়
RELATED ARTICLES