সার্থক কুমার দে, অন্ডালঃ শুক্রবার দু’দিনের বাংলা সফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন অন্ডাল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাজ্য সরকারের আইন বিচার বিভাগীয় ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশ পথে বিশেষ বিমানে শুক্রবার ১০:১৫ মিনিটে অন্ডালের কাজী নজরুল বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। ১০:৩৫ মিনিটে বায়ুসেনার বিশেষ বিমানে চড়ে প্রধানমন্ত্রী পাড়ি দেন ঝাড়খণ্ডের সিন্ধিতে। সেখানে প্রধানমন্ত্রী একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন। ওই অনুষ্ঠান শেষ করে একই বিমানে চড়ে হুগলির আরামবাগে যাবেন তিনি। সেখানে যোগ দেবেন জনসভাতে। সভা শেষে প্রধানমন্ত্রী যাবেন রাজ ভবন। আগামীকাল শনিবার রাজভবন থেকে কৃষ্ণনগরে জনসভাতে যোগ দেওয়ার সুচি রয়েছে প্রধানমন্ত্রীর। এদিন অন্ডাল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জেলাশাসক এস, পোন্নাম্বলাম, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুধীর কুমার নীলাকান্তম। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি, জেলার সাধারণ সম্পাদক ছোটন চক্রবর্তী সহ বিজেপি দলের অন্যরা।
অন্ডাল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন মন্ত্রী মলয় ঘটক
RELATED ARTICLES