সংবাদদাতা, লাউদোহাঃ চলতি মাসের ২২ তারিখ দুর্গাপুর-ফরিদপুর (লাউদোহা) থানার তিলাবনি গ্রাম থেকে নিখোঁজ হয়ে যায় ১৬, ১৭ ও ১৯ বছর বয়সের তিন কিশোরী। সম্পর্কে তারা তিন বোন। বাড়ির তরফ থেকে লাউদোহা থানায় করা হয় নিখোঁজ ডাইরি। তদন্ত শুরু করে পুলিশ। পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানানো হয় আশ পাশের সমস্ত থানা, রেল পুলিশকেও। ২৮ তারিখ দমদম রেল স্টেশন এ ঘোরাঘুরি করতে দেখা যায় তিন কিশোরীকে। তাদের আচরণ অস্বাভাবিক ঠেকায় জিআরপি পুলিশ ওই তিন কিশোরীকে জিজ্ঞাসাবাদ করে। জিআরপি পুলিশকে তারা জানায় পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর-ফরিদপুর থানার তিলাবনি-তে তাদের বাড়ি। এরপরই দমদম জিআরপি পুলিশ থেকে বিষয়টি জানানো হয় দুর্গাপুর-ফরিদপুর থানাকে। খবর পেয়ে শনিবার দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশের একটি দল পাড়ি দেয় দমদম জিআরপি থানা। উদ্ধার হওয়া কিশোরীদের সাথে নিয়ে ফিরে পুলিশ। রবিবার উদ্ধার হওয়া কিশোরীদের মেডিকেল পরীক্ষা করা হয়। সোমবার আসানসোল চাইল্ড ওয়ালফেয়ার কমিটির হাতে উদ্ধার হওয়া কিশোরীদের তুলে দেয় পুলিশ।