নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে বচসা,বিজেপি নেতাকে গালিগালাজ ও মারধরের অভিযোগ উঠলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। পাল্টা শ্লীলতাহানির অভিযোগ উঠেছে বিজেপি নেতার বিরুদ্ধে। তৃণমূলের দাবী দলের সঙ্গে ঘটনার সম্পর্ক নেই,বাড়ির মালিকের অনুমতি ছাড়া বিজেপি পতাকা বাঁধতে যায়।এই নিয়ে বাড়ির মহিলা প্রতিবাদ করলে মহিলাকে শ্লীলতাহানি করা হয়। পরে মহিলার চিৎকারে গ্রামের কয়েকজন চড়াও হয়ে বিজেপি নেতাকে মারধর করেছে বলে দাবী তৃণমূলের। শনিবার রাতে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাতারের বালসীডাঙা গ্রামের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহত অবস্থায় বিজেপি যুবমোর্চার বর্ধমান বিভাগের কনভেনার সৌমেন কার্ফা এখন বর্ধমানের জাতীয় সড়কের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সৌমেন কার্ফার অভিযোগ, আগামী ৭ তারিখ ভাতারে শুভেন্দু অধিকারীর সভার জন্য বালসীডাঙা এলাকায় পতাকা বাঁধতে গেলে তৃণমূলের লোকজন ঘিরে ধরে লাঠি,রড, কিল,ঘুষি লাথি মারে।এমনকি খুনের চেষ্টা করা হয়।পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। বিজেপি নেতার আরোও অভিযোগ এক মহিলাকে আমার গায়ে ঠেলে দেয়।যাতে আমার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দেওয়া যায়। ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই দাবী করে তৃণমূলের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাসের দাবী, বাড়ির অনুমতি ছাড়া একটি বাড়িতে পতাকা লাগাতে গেলে বাড়ির মহিলা প্রতিবাদ করে,মহিলার শ্লীলতাহানি করলে গ্রামের একাংশ ক্ষুব্ধ হয়ে মারধর করে। বর্ধমান দুর্গাপুর লোকসভার বিজেপির ইনচার্জ কৃষ্ণ ঘোষ বলেন, তৃণমূল পরিকল্পনা করে এই হামলা করেছে। পাশাপাশি তিনি বলেন,শ্লীলতাহানির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এটা বিজেপির কালচার নয়।
পতাকা লাগানোকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষে উত্তেজনা ভাতারে
RELATED ARTICLES